Atack on Israel: বহু চর্চিত আয়রন ডোম বলয় ভেঙে ইজরায়েলের বিমানবন্দরে হামাসের রকেট হামলা

আয়রন ডোম সুরক্ষা বলয়ের ফাঁক খুঁজে পেয়ে ফের ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলা ইজরায়েলে। এবার বিখ্যাত ডেভিড বেন গুরিয়েন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হলো। ফের একবার ইজরায়েলের…

Atack on Israel: বহু চর্চিত আয়রন ডোম বলয় ভেঙে ইজরায়েলের বিমানবন্দরে হামাসের রকেট হামলা

আয়রন ডোম সুরক্ষা বলয়ের ফাঁক খুঁজে পেয়ে ফের ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলা ইজরায়েলে। এবার বিখ্যাত ডেভিড বেন গুরিয়েন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হলো। ফের একবার ইজরায়েলের সুরক্ষিত অত্যাধুনিক নিরাপত্তা বলয় ভেঙে দিল হামাস। India Today সর্বশেষ রিপোর্ট, ইজরায়েলে প্রবল আতঙ্ক। বহু ইজরায়েলি আতঙ্কে দেশ ছাড়ছেন। তাদের যাত্রাপথেই বিমনবন্দরে হামলা হলো।

এদিকে BBC মধ্যপ্রাচ্য বিভাগের খবর, হামাস দখলে থাকা ফিলিস্তিনি এলাকা গাজা ভূখণ্ডের চারদিকে লাখ লাখ সেনা মোতায়েন করেছে ইজরায়েল। দেশটির প্রতিরক্ষা বিভাগকে উদ্ধৃত করে বিবিসি আরও জানাচ্ছে, কমপক্ষে তিন লাখ সেনা মোতায়েন করা হয়েছে। বুধবার ভারতীয় সময় রাত ৮টা পর্যন্ত গাজা ভূখণ্ডে অভিযান শুরু হয়নি। তবে যে কোনও সময় ইজরায়েলের স্থল সেনা অভিযান শুরু হতে পারে। যদিও দেশটির বিমান বাহিনীর লাগাতার গাজার উপর বোমা ফেলেছে। এটি শনিবারের হামাস হামলার প্রত্যাঘাত বলে জানিয়েছে ইজরায়েল সরকার।

Advertisements

শনিবার আচমকা গাজা থেকে হামাসের হাজার হাজার রকেট হামলায় ইজরায়েল ক্ষতবিক্ষত হয়ে গেছে। একইসাথে গাজার সীমান্ত পার করে ফিলিস্তিনি সংগঠন হামাস সরাসরি ইজরায়েলের ভিতর ঢুকে গণহত্যা চালিয়েছে। বিবিসি জানাচ্ছে, হামাসের হামলায় নিরীহ ইজরায়েলিরা যেমন নিহত তেমনই ইজরায়েলের প্রত্যাঘাতে গাজার নিরীহ ফিলিস্তিনিরা মারা যাচ্ছে। ইজরায়েল ও প্যালেস্টাইন সংঘর্ষে তিন হাজারের অধিক নিহত।