মিশরের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অব দ্য নাইল’-এ (Order of the Nile) ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নিজ হাতে ভারতের প্রধানমন্ত্রীকে এই সম্মাননা প্রদান করেন। এ পর্যন্ত ১৩টি দেশ মোদীকে সেরা সম্মাননা দিয়েছে।
এর আগে তিনি বোহরা সম্প্রদায়ের মসজিদ আল-হাকিম পরিদর্শন করেন। কায়রোতে তিনি হেলিওপোলিস কমনওয়েলথ ওয়ার মেমোরিয়ালও পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় সেনাবাহিনীর শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গত ২৬ বছরের মধ্যে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মিশর সফরে যাচ্ছেন মোদী। মিশরের প্রেসিডেন্ট এল-সিসির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিশর সফর খুবই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। সেপ্টেম্বরে জি-২০ দেশগুলির আয়োজক হওয়ার কথা রয়েছে ভারতের। মিশরের প্রেসিডেন্ট আবদেল আল-সিসিও এই উপলক্ষ্যে ভারত সফর করবেন। মিশর জি-২০-এর অংশ না হলেও ভারতের বিশেষ আমন্ত্রণে তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ গুলোর বৈঠকে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ পর্যন্ত ১৩টি দেশ দেশের সেরা সম্মানে ভূষিত করেছে। গত ৯ বছরে সৌদি আরব, আফগানিস্তান, আমেরিকা, প্যালেস্টাইনসহ ১৩টি দেশ মোদীকে সম্মানিত করেছে। ২০১৬ সালে সৌদি আরবপ্রথম ‘অর্ডার অব আবদুল আজিজ আল সৌদ’ খেতাবে ভূষিত হয়। প্রধানমন্ত্রী মোদীই প্রথম ব্যক্তি যিনি অমুসলিম হিসেবে এই শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হয়েছেন।
Congratulations to Hon Prime Minister Shri @narendramodi ji for being bestowed with Egypt's highest civilian honour, the Order of the Nile. This prestigious recognition is a testament to his exceptional leadership and India's growing prominence on the global stage. A proud moment… pic.twitter.com/X1WKS0fZUB
— Himanta Biswa Sarma (@himantabiswa) June 25, 2023
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক প্রাপ্ত সর্বোচ্চ সম্মানের তালিকা গুলি হল:
১. কম্পেনিয়ন অফ দ্য অর্ডার দ্য লোগোহু: চলতি বছরের মে মাসে পাপুয়া নিউ গিনি সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র গুলোর ঐক্যকে সমর্থন এবং গ্লোবাল সাউথের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করা হয়।
২. ২০২৩ সালের মে মাসে প্রধানমন্ত্রী মোদীকে বৈশ্বিক নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ ফিজির সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়।
৩.পাপুয়া নিউ গিনি সফরকালে দেশটির প্রেসিডেন্ট সুরেঙ্গেল এস হুইপস জুনিয়র মোদীকে আব্কাল পুরস্কারে ভূষিত করেন।
৪. অর্ডার অব দ্য ড্রুক গিয়ালপো: ২০২১ সালের ডিসেম্বরে ভুটান প্রধানমন্ত্রী মোদীকে এই সর্বোচ্চ অসামরিক পুরস্কারে ভূষিত করে
৫. মার্কিন সরকার কর্তৃক লিজিওন অফ মেরিট: ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সশস্ত্র বাহিনীকে দেওয়া সম্মানে ভূষিত করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
৬. কিং হামাদ অ্যাওয়ার্ড: ২০১৯ সালে বাহারিন প্রধানমন্ত্রী মোদীকে এই সম্মানে ভূষিত করে। এটি বাহরিনের সর্বোচ্চ সম্মান।
৭. ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশান ইজউদ্দিন অ্যাওয়ার্ড প্রদান করে মালদ্বীপ। বিশেষ করে বিদেশি নাগরিকদের এই সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়।
৮. অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রুজ অ্যাওয়ার্ড: ২০১৯ সালে রাশিয়ার এই সর্বোচ্চ সম্মানটি গ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৯. ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহীর সর্বোচ্চ অসামরিক সম্মান ‘অর্ডার অব জায়েদ অ্যাওয়ার্ড’-এ ভূষিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১০. গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন অ্যাওয়ার্ড: বিদেশী সেলিব্রিটিদের দেওয়া এই পুরষ্কারটি ২০১৮ সালে প্রধানমন্ত্রী মোদীকে ফিলিস্তিনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল।
১১. স্টেট অর্ডার অফ গাজী আমির আমানুল্লাহ খান: ২০১৬ সালে আফগানিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মাননা গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
১২. অর্ডার অফ আবদুল আজিজ সৌদ: সৌদি আরব ২০১৬ সালে প্রধানমন্ত্রী মোদীকে এই পুরস্কার দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই প্রথম ব্যক্তি যিনি অমুসলিম হিসেবে এই সম্মান পেয়েছেন।
১৩. ২০২১ সালে কেমব্রিজ এনার্জি রিসার্চ অ্যাসোসিয়েটস (সিইআরএ) কর্তৃক গ্লোবাল এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট লিডারশিপ পুরস্কারে ভূষিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।