উবের ক্যাবে চেপে গন্তব্যে পৌঁছলেন আম্বানি-মাহিন্দা-সুনিতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি নৈশভোজের আয়োজন করেন ওয়াশিংটন ডিসি তে। সেখানে আমন্ত্রিত ছিলেন আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra), মুকেশ…

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি নৈশভোজের আয়োজন করেন ওয়াশিংটন ডিসি তে। সেখানে আমন্ত্রিত ছিলেন আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra), মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং বৃন্দা কাপুর (Vrinda Kapoor)। ২২ জুনের এই নৈশভোজে ছিলেন ৩৮০ জন বিশিষ্ট অতিথি।

নৈশভোজের পর আনন্দ মাহিন্দ্রা এবং মুকেশ আম্বানি হোয়াইট হাউসে ইন্ডিয়া-ইউএস হাইটেক হ্যান্ডশেকের (India-US Hi-Tech Handshake event) অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানে উপস্থিত ছিলেন গুগল সিইও সুন্দর পিচাই-অ্যাপেল সিইও টিম কুক প্রমুখ। কিন্তু এরপরই ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। ঘটনাটিকে বর্ণনা করে আনন্দ মাহিন্দ্রা ‘Washington moment’ বলে আখ্যা দেন। কী ছিল সেই ঘটনা?

   

জানা গিয়েছে, হোয়াইট হাউসের অনুষ্ঠান শেষে আনন্দ মাহিন্দ্রা, মুকেশ আম্বানি এবং বৃন্দা কাপুর মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডোর (US Secretary of Commerce Gina Raimondo) সঙ্গে গল্পে মগ্ন ছিলেন। এর ফলে কখন সময় পেরিয়ে গিয়েছে তাঁরা খেয়াল করেননি। এরপরে লাঞ্চে যাওয়ার ক্যাব তারা মিস করে যান। কী করবেন তারা বুঝতে না পেরে উবের ক্যাব ডেকে ফেলে তার অপেক্ষা করতে থাকেন।

অপেক্ষা করার সময় তারা নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের সঙ্গে দেখা হয়ে যায়। সুবর্ণ সুযোগ হাতছাড়া কেউই করতে চান না! কী করলেন আনন্দ মাহিন্দ্রা, মুকেশ আম্বানি এবং বৃন্দা কাপুর? তুললেন একটি সেলফি এবং সঙ্গে একটি ‘লিফট’-এর অনুরোধ জানালেন।

সেলফির ছবিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন আনন্দ মাহিন্দ্রা। ছবিটি দ্রুত নেট মাধ্যমে ছড়িয়ে পরে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পোস্টটি পেয়েছে ২৫,০০০ এর বেশি লাইক। পড়েছে কমেন্টের বন্যা।