Bangladesh: জ্বলছে ঢাকার বহুতল, জীবন বাঁচাতে ঝুলছেন অনেকে

ফের বাংলাদেশে ভয়াবহ অগ্নিকান্ড। এবার রাজধানী ঢাকর মহাখালীতে খাজা টাওয়ার নামে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা। ওই ভবনটি গুরুত্বপূর্ণ কারণ, সেখানে ডাটা সংরক্ষিত থাকে। বৃহস্পতিবার…

ফের বাংলাদেশে ভয়াবহ অগ্নিকান্ড। এবার রাজধানী ঢাকর মহাখালীতে খাজা টাওয়ার নামে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা। ওই ভবনটি গুরুত্বপূর্ণ কারণ, সেখানে ডাটা সংরক্ষিত থাকে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই আগুন লাগে জানিয়েছেড়ে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে তাদের একাধিক ইউনিট কাজ করছে।

আতঙ্কে ভবনটির ছাদে উঠে যাওয়া কয়েকজনকে ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় নিচে নামতে দেখা গেছে। কেউ কেউ আতঙ্কে ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামছেন এমন দৃশ্যও দেখা গেছে। আবার কয়েকজনকে ভবনের জানালা ভেঙে উদ্ধারের আর্তি জানাতেও দেখা গেছে। ফায়ার সার্ভিসের অন্তত সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লেগেছে। ঢাকা খাজা টাওয়ারে আগুন লাগার কারনে ইন্টারনেট বন্ধ আছে। বাংলাদেশের সবচেয়ে বড় ডাটা সেন্টার খাজা টাওয়ার।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান। তিনি বলেন, খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন লেগেছে। বহু মানুষ ভবনের মধ্যে আটকে পড়েছেন।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যাননি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মহাখালীর খাজা টাওয়ারে এখন আমাদের আটটি ইউনিট কাজ করছে। ভবনটিতে বহু মানুষ আটকে আছে। তাদেরকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।