Wednesday, November 29, 2023
HomeWest BengalPaschim Medinipur: মর্মান্তিক! ১৩ বছরের কিশোরের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

Paschim Medinipur: মর্মান্তিক! ১৩ বছরের কিশোরের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

মর্মান্তিক ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে। সেচ দফতরের পরিতক্ত বাড়ির ইঁট সংগ্রহ করতে গিয়ে চাপা পড়ে মৃত্যু হল এক নাবালকের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

   

সুবর্ণরেখা ব্যারেজ প্রকল্পের কাজের জন্য একটি পাকা বাড়ি তৈরি করা হয়েছিল কেশিয়াড়ির নাপো এলাকায়। কাজ শেষ হওয়ার পর পরিতক্ত অবস্থাতেই পড়েছিল। গ্রামবাসীরা যে যখন পেরেছিল বাড়ির জিনিসপত্র খুলে সরিয়ে দিয়েছিল বলেই জানা গিয়েছে। সেই বাড়ির ইঁট সংগ্রহ করতে গিয়ে বিল্ডিং ভেঙে চাপা পড়ে মৃত্যু হল ১৩ বছরের নাবালকের। ঘটনায় শোকের পরিবেশ পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির নাপো এলাকায়।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা দারা পাত্র বলেন,”সেচ দফতরের এই পাকা বাড়িটি বহুদিন আগে তৈরি হয়েছিল। কাজ শেষ হওয়ার পর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। গ্রামবাসীরা যে যেমন পেরেছে জিনিসপত্র খুলে সরিয়ে নিয়েছিল। অনেকেই এই বিল্ডিং এর ইঁট খুলে খুলে সরাচ্ছিল। আজকে অন্যান্যদের সঙ্গে আরও এক বালক ইঁট খুলতে গিয়েছিল। ওই সময় বাড়িটি হুড়মুড়িয়ে চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার।”

রবিবার বেলা ১টা নাগাদ এই ঘটনা ঘটে। গ্রামবাসীরা বুঝতে পারে যখন বিল্ডিংটি হুড়মুড় করে ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা বুঝতে পারেন স্থানীয় বালক বিশ্বনাথ হাঁসদা (১৩) ভিতরে চাপা পড়ে গিয়েছে। তারা খবর পাঠান কেশিয়াড়ি থানার পুলিশের কাছে। পুলিশ এসে জেসিবি দিয়ে চাপা পড়ে থাকা দেওয়াল ভেঙে নিচে থেকে মৃত বিশ্বনাথের দেহ উদ্ধার করে। এই ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।

Latest News