SSC Scam: ‘গোপন বিজেপি সেটিং’ অভিযোগ, সৌমিত্র সরকার কেন বাদ? প্রশ্ন চাকরি প্রার্থীদের

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) বিরাট অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখন সিবিআইয়ের স্ক্যানারে প্রাক্তন স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। বুধবার তাঁর শিলিগুড়ির অফিসে…

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) বিরাট অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখন সিবিআইয়ের স্ক্যানারে প্রাক্তন স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। বুধবার তাঁর শিলিগুড়ির অফিসে অভিযান চালায় সিবিআই। পরে বৃহস্পতিবারেও তাঁর বাঁশদ্রোনির ফ্ল্যাটেও অভিযান চলে। শোনা যাচ্ছে, নিয়োগ দুর্নীতির একাধিক তথ্য সুবীরেশ ভট্টাচার্যের কাছ থেকে উদ্ধার করতে চায় সিবিআই। কিন্তু চাকরি প্রার্থীদের (Job Seekers) বক্তব্য, কেন বাদ পড়ছেন আরও এক প্রাক্তন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান (Soumitra Sarkar) সৌমিত্র সরকার?

সূত্রের খবর, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে সরাসরি নাম জড়িয়েছে সৌমিত্র। প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, তাঁর আমলেই বিরাট দুর্নীতি হয়েছে। যদিও চাকরি প্রার্থীরা মনে করছেন তাঁদেরকে ব্যবহার করা হয়েছে। তবে কোনভাবেই নিয়োগ দুর্নীতির দায় এড়িয়ে যেতে পারেন না সৌমিত্র সরকার৷ আগামী দিনে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক তদন্তকারী সংস্থাগুলির৷ এমনটাই চাইছেন চাকরি প্রার্থীরা। এমনও অভিযোগ, সৌমিত্রর সঙ্গে বিজেপির গোপন সেটিং আছে। তাই ছাড় পাচ্ছে।

এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে সৌমিত্র সরকারের। শান্তিপ্রসাদ সিনহা, সমরজিৎ আচার্য-সহ ৭ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪১৭, ৪৬৫, ৪৬৮, ৩৪ ধারায় এই এফআইআর দায়ের করা হয়েছে। এই ধারাগুলির মধ্যে ৪৬৮ জামিন অযোগ্য ধারা। তাঁদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি-সহ একাধিক অভিযোগে এফআইআর করেছে কেন্দ্রীয় সংস্থা।

সিবিআইয়ের তরফে জানা গেছে, এই এফআইআরে নাম আছে এসএসসি উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, এসএসসি-র প্রোগ্রামার সমরজিৎ আচার্য, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার, এসএসসির প্রাক্তন সচিব অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। এই মুহুর্তে শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করেছে সিবিআই৷ এরপর সুবীরেশ ভট্টাচার্যের নাম যোগ হতে সিবিআইয়ের নজর পড়েছে তাঁর ওপর। কিন্তু দুর্নীতিতে অভিযুক্ত সৌমিত্র সরকারকে কেন বাদ দেওয়া হচ্ছে? এর পিছনে কী কারণ রয়েছে প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা।

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাজিরা দিয়েছেন সৌমিত্র সরকার৷ ২২ জুলাই রাজ্যজুড়ে ইডির অভিযানে তাঁর বাড়িতেও চলে তল্লাশি অভিযান৷ কিন্তু এখন তাঁর বাড়িতে কেন উপস্থিত হচ্ছে না সিবিআই অথবা ইডি প্রশ্ন ওয়াকিবহাল মহলে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে অভিযানে নেমে শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি৷ একইসঙ্গে দুই মিডলম্যানকে গ্রেফতার করে দুর্নীতির সঙ্গে জড়িত অন্যান্য মাথাদের খোঁজ শুরু করেছে তদন্তকারী সংস্থাগুলি। খুব শীঘ্রই অভিযুক্তরা ধরা পড়বে বলে মনে করছেন চাকরি প্রার্থীরা৷