Pakistan: পাঞ্জাব থেকেই পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী? লাহোরি ঝলকের ওয়াজির-এ-আজম

পাঞ্জাব ভারতেও যেমন তেমনই পাকিস্তানেও (Pakistan), বিরাট পঞ্চনদের দেশ পাঞ্জাব দ্বিখণ্ডিত হয়ে পাকিস্তানের দিকে যে অংশটি পড়েছে তার শাসনভার পিএমএলএন দলের হাতে। এই পাক পঞ্জাবের…

পাঞ্জাব ভারতেও যেমন তেমনই পাকিস্তানেও (Pakistan), বিরাট পঞ্চনদের দেশ পাঞ্জাব দ্বিখণ্ডিত হয়ে পাকিস্তানের দিকে যে অংশটি পড়েছে তার শাসনভার পিএমএলএন দলের হাতে। এই পাক পঞ্জাবের রাজধানী লাহোর থেকে ক্ষমতা দখলের নীল নকশা সাজিয়েছেন শাহবাজ শরিফ। তিনি পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফের ভাই।

পাকিস্তানের সংবাদপত্রগুলির খবর, পরিস্থিতি যে দিকে তাতে ক্ষমতা হারানো প্রায় নিশ্চিত প্রধানমন্ত্রী ইমরান খানের। তবে ৬৯ বছরের খান সাহেব নিজে পাঞ্জাবের লোক আবার লাহারি। কিন্তু তাঁর দল তেহরিক ই ইনসাফের ঘাঁটি বালোচিস্তান প্রদেশে।

পাক আইনসভায় তেহরিক ই ইনসাফের জোট নড়বড়ে। আর বিরোধী দল পিএমএলএন ক্ষমতাশালী পাঞ্জাব প্রদেশে। ফলে আইনসভায় আস্থাভোটে সরকারের পতন হলেও পাকিস্তান কিন্তু পাঞ্জাবের নিয়ন্ত্রণেই থাকছে। এর আগে পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি) সরকারে যখন ছিল তখন দেশটির নিয়ন্ত্রক ছিল সিন্ধ প্রদেশ। কারণ পিপিপি শক্তিশালী এই প্রদেশে। পিপিপি নেতা বিলাবল জারদারি ভুট্টো। তিনি প্রয়াত বেনজির ভুট্টোর পুত্র। তিনি বিরোধী দল পিএমএলএন নেতা শাহবাজ শরিফের নেতৃত্বে বিরোধীদের জোটে আছেন।

ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ইমরানের বিরুদ্ধে আর্থিক অব্যবস্থা এবং ভুল বিদেশনীতির অভিযোগ তুলেছেন বিরোধীরা। এর জেরে অনাস্থা ডাকা হয়েছে।

কাগজে কলমে পাকিস্তানের ৩৪২ আসনের আইনসভায় সরকারে থাকা দল পিটিআই এবং জোটসঙ্গীদের আসন রয়েছে ১৭৬টি। আর বিরোধীদের আসন রয়েছে ১৬৩টি। তবে মঙ্গলবার সরকারের শরিক এমকিউএম জানায় তাদের সাত সংসদ সদস্য বিরোধীদের প্রস্তাবের পক্ষে ভোট দেবেন। এর পরেই খান সাহেবের কুর্সি নড়বড়ে হয়ে যায়।

পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে ছোট ছোট কয়েকটি দলের সমর্থনে ক্ষমতায় টিকে যাওয়ার আশা করছেন ইমরান খান।