Sri Lanka Crisis: লঙ্কা ছেড়ে মালদ্বীপ পালিয়ে প্রাণে বাঁচলেন গোতাবায়া

একটুর জন্য ধরা গেল না। শ্রীলংকাবাসীকে রীতিমতো ঘোল খাইয়ে পালালেন পদত্যাগী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশ ছেড়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানাচ্ছে…

একটুর জন্য ধরা গেল না। শ্রীলংকাবাসীকে রীতিমতো ঘোল খাইয়ে পালালেন পদত্যাগী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশ ছেড়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানাচ্ছে এ খবর। (Sri Lanka Crisis)

এএফপির খবর, ৭৩ বছর বয়সি গোতাবায়া তাঁর স্ত্রী ও এক দেহরক্ষী সহ চার জন যাত্রী নিয়ে শ্রীলংকার সামরিক বিমান অ্যান্তোনভ ৩২ উড়ে গিয়েছে মালদ্বীপের দিকে।

বিবিসির খবর, দেশ ছাড়ার আগে গোতাবায়া বারবার চেষ্টা করেন ভারতে যেতে। কিন্তু তাঁর বিমান ভারতে নামার অনুমতি দেয়নি নয়াদিল্লি। এরপর তিনি মালদ্বীপ চলে যান। বিমানটি মালদ্বীপের রাজধানী মালে শহরে অবতরন করেছে। আপাতত মালদ্বীপে থাকছেন শ্রীলংকার পলাতক পদত্যাগী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

কলম্বোর সংবাদপত্র Daily Miror জানাচ্ছে, গোতাবায়া যে করেই হোক প্রেসিডেন্ট থাকা অবস্থায় শ্রীলংকা ছাড়তে মরিয়া ছিলেন। কারণ, তাঁর নিরাপত্তা থাকবে। পদত্যাগ গৃহীত হলেই তিনি প্রেসিডেন্ট সংক্রান্ত সুযোগ হারাবেন। নিরাপত্তা কমবে। মঙ্গলবার তাঁর পদত্যাগ গৃহীত হওয়ার আগেই শ্রীলংকা ত্যাগ করেন গোতাবায়া রাজাপাকসে।

প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোতাবায়া দেশ থেকে চলে যেতে তৎপর ছিলেন।  কারণ  তাকে গ্রেফতার করা যেত না। আজই তার পদত্যাগ করার কথা।  তাই গ্রেফতারের আগেই দেশ ছেড়ে পালিয়ে গেলেন গোতাবায়া। 

শ্রীলংকার তীব্র আর্থিক সংকটের কারণে প্রবল গণবিক্ষোভ চলছে। বিক্ষোভকারী জনতা প্রেসিডেন্টের সরকারি ভবন দখল করেছে। কোনওরকমে গোতাবায়া পালিয়ে বাঁচেন। এর আগে জনতার ভয়ে পালান গোতাবায়ার ভাই মাহিন্দা রাজাপাকসে। তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে গোপন আস্তানায় আছেন। পরবর্তী প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগ করেছেন। তিনিও বিশেষ আশ্রয়়ে আছেন।