Ukraine War: ইউক্রেন থেকে আসা ভারতীয়দের জন্য করোনা বিধি শিথিল কেন্দ্রের

এখনও দেশে করোনা বিধি জারি রয়েছে। বিশেষ করে বিদেশ থেকে আগত যাত্রীদের যথেষ্ট ভাল করেই করোনা বিধি মানতে হয়। কিন্তু রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের প্রেক্ষিতে…

এখনও দেশে করোনা বিধি জারি রয়েছে। বিশেষ করে বিদেশ থেকে আগত যাত্রীদের যথেষ্ট ভাল করেই করোনা বিধি মানতে হয়। কিন্তু রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের প্রেক্ষিতে সেই বিধি শিথিল করার পথেই হাঁটল নরেন্দ্র মোদী সরকার। শুধু ইউক্রেন থেকে ফেরা ভারতীয় যাত্রীরাই এই শিথিলতার সুবিধা পাবেন। কেন্দ্রীয় সরকার এদিন এক নির্দেশিকায় ইউক্রেন ফেরত ভারতীয়দের ক্ষেত্রে করোনা বিধি শিথিল করার কথা জানিয়েছে।

এপর্যন্ত ইউক্রেন থেকে পাঁচটি বিশেষ বিমানে ১১৫৬ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে। এখনও প্রায় ১৬ হাজার ভারতীয় নাগরিক ইউক্রেনে আটকে আছেন। যাদের অধিকাংশই পড়ুয়া। ইউক্রেনের চলতি যুদ্ধের আবহে দেশের অবস্থা টালমাটাল। সাধারণ বিধি অনুযায়ী কোনও দেশ থেকে ভারতে ফেরার সময় বিমানে ওঠার আগেই আরটি-পিসিআর টেস্ট করা বাধ্যতামূলক। কিন্তু এই মুহূর্তে ইউক্রেনে সেই পরিস্থিতি নেই। বিমানযাত্রীরা কোথায় আরটি-পিসিআর টেস্ট করাবেন সেটাই লাখ টাকার প্রশ্ন।পরিস্থিতির কথা মাথায় রেখে মোদি সরকার তার নির্দেশে জানিয়েছে, যে সমস্ত ভারতীয় নাগরিক ইউক্রেন থেকে দেশে ফিরবেন তাঁদের বিমানে ওঠার আগে আরটি-পিসিআর টেস্ট না করালেও চলবে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ইউক্রেন থেকে দেশে ফেরার পর যাত্রীদের জন্য আরও কিছু শিথিলতা দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, বিমানবন্দরেও তাদের করোনা পরীক্ষা করা হলে যদি কারও রিপোর্ট পজিটিভ আসে তবে তাকে বিশেষ কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে। যাদের রিপোর্ট আসবে নেগেটিভ তাদের আর বিমানবন্দরে আটকে থাকতে হবে না। তারা সরাসরি বাড়ি ফিরে যেতে পারবেন।

ওই নির্দেশিকায় কেন্দ্র আরও জানিয়েছে, যারা করোনা নেগেটিভ হয়ে বাড়ি ফিরে যাবেন তাঁরা যেন কয়েকদিন নিজেদের স্বাস্থ্যের দিকে নজর রাখেন। যদি শরীরে জ্বর, সর্দি, কাশির মত কোনও সমস্যা হয় তবে যেন তাঁরা দ্বিতীয়বার করোনা পরীক্ষা করিয়ে নেন। সে ক্ষেত্রে যদি রিপোর্ট পজিটিভ আসে তবে যেন তাঁরা চিকিৎসকের পরামর্শ মতো উপযুক্ত সর্তকতা অবলম্বন করেন।