Pakistan: ইমরান খানের সরকার পতনের দ্বারপ্রান্তে, পাকিস্তানে ফের সেনা শাসনের ‘ভয়’

জন্মের পর থেকে সামরিক শাসনে বারবার চলে যাওয়া পাকিস্তান (Pakistan) কি ফের একই পথে যাচ্ছে? ইসলামাবাদ, করাচি, পেশাওয়ার, লাহোর ছাড়িয়ে অধিকৃত কাশ্মীরের পর্বত টপকে এমনই…

FATF: Pakistan remains on the gray list

জন্মের পর থেকে সামরিক শাসনে বারবার চলে যাওয়া পাকিস্তান (Pakistan) কি ফের একই পথে যাচ্ছে? ইসলামাবাদ, করাচি, পেশাওয়ার, লাহোর ছাড়িয়ে অধিকৃত কাশ্মীরের পর্বত টপকে এমনই গুঞ্জন বিশ্বজুড়ে ছড়াচ্ছে। সেই সঙ্গে সাধারণ পাকিস্তানিদের মধ্যে সেনা শাসনের ভয় নেমেছে।

বিবিসি জানাচ্ছে,পাকিস্তানের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের তিন প্রধান সহযোগী দল মন্ত্রিসভা ছাড়তে চলেছে। ফলে পাক জাতীয় আইনসভায় সংখ্যাগরিষ্ঠ হারানোর দ্বারপ্রান্তে ইমরান খানের সরকার।

পাক সংবাদ মাধ্যমের খবর, সরকারি জোটের এক শীর্ষ নেতা জানান, একক সংখ্যা গরিষ্ঠতা নেই ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ পাকিস্তান দলের। তিন শরিক যদি চলে যায় নিশ্চিত পতন হবে ইমরান খানের।

জানা যাচ্ছে, সরকারের বিরুদ্ধেই অনাস্থা আনতে মরিয়া শরিকরা। পাকিস্তান মুসলিম লিগ (কিউ) নেতা চৌধুরী পারভেজ এলাহি জানান, চলতি মাসের শেষের দিকেই হতে পারে সরকারের পতন। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাবে সমর্থনে সরকারি জোট শরিকদেরও ঙূমিকা থাকবে।

সাক্ষাৎকারে এলাহি বলেন, ইমরান খানের এখন কাজ হলো ব্যক্তিগতভাবে মিত্র দলগুলোর সঙ্গে যোগাযোগ করা এবং তাদের জোট সরকারে থাকতে রাজি করা। অন্যথায় শতভাগ সমস্যায় পড়বেন তিনি।

বিদেশনীতি ও অর্থনৈতিক অব্যবস্থার কারণে বিরোধীপক্ষ জাতীয় অধিবেশনে স্পিকারকে অনুরোধ জানিয়েছে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আনতে। কিছু মন্ত্রী জানিয়েছেন আগামী ২৮-৩০ মার্চ তারা অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারেন। 

এদিকে সরকার টলমল করতেই সেনাবাহিনী সক্রিয়। মনে করা হচ্ছে সামরিক শাসন জারি হতে পারে।