এটিকে মোহনবাগানে যোগ দিতে নিজেদের ক্লাব ছাড়ছেন আশিস-আশিক

অবশেষে জল্পনায় যবনিকাপাত। ক্লাব বদল করছে গত মরশুমে নজর কাড়া ফুটবল উপহার দেওয়া আশিস রাই (Ashish Rai) এবং আশিক কুরুনিয়ন। সংশ্লিষ্ট দুই ফুটবলারের তাদের বর্তমান…

Ashish Rai and Ashik Kuruniyan

অবশেষে জল্পনায় যবনিকাপাত। ক্লাব বদল করছে গত মরশুমে নজর কাড়া ফুটবল উপহার দেওয়া আশিস রাই (Ashish Rai) এবং আশিক কুরুনিয়ন। সংশ্লিষ্ট দুই ফুটবলারের তাদের বর্তমান ক্লাবের থেকে ট‍্যুইট করে বিদায়ী বার্তা দেওয়া হয়েছে।

সোমবার’ই হায়দ্রাবাদ এফসি’র তরফে জানানো হয় ক্লাবের বছর তেইশের উইংব‍্যাক আশিস রাই এটিকে মোহনবাগানে যোগ দিতে চলেছেন, যদিও কি পরিমাণ অর্থের বিনিময়ে ক্লাব বদল করছেন সেটা এখনও স্পষ্ট নয়।সম্প্রতি দেশের হয়ে এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের ম‍্যাচে খেলেছিলেন তিনি।রোববার এটিকে মোহনবাগানের তরফে একটি টিজার নিয়ে আসা হয় ক্লাবে নতুন আগত ফুটবলারের কিন্তু সেখানে রহস্য ধরে রাখতে পারেননি তারা,স্পষ্ট বোঝা গেছে আশিস’কে নিয়ে নিয়েছে বাংলার এই বিখ‍্যাত ক্লাব।

   

এক’ই দিকে বেঙ্গালুরু এফসি’র তরফে আশিক কুরুনিয়নের ক্লাব ছাড়ার খবর স্পষ্ট করা হয়েছে।যদিও কোন ক্লাবে যাচ্ছেন তিনি,সেটা স্পষ্ট নয় এখনও।যদিও সূত্রের খবর অনুযায়ী এটিকে মোহনবাগানে আসতে চলেছে আশিক।সংশ্লিষ্ট ফুটবলার’কেও এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের হয়ে দারুণ পারফরম্যান্স দিতে দেখা গেছিলো।