Ukraine: ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ দাবি ইউক্রেনের

এবার ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ দাবি করল ইউক্রেন। দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার জরুরি ভিত্তিতে এই সদস্যপদ দাবি করেছেন। বিশেষ পদ্ধতির মাধ্যমে ইউক্রেনকে “তাৎক্ষণিক” সদস্যপদ দেওয়ার…

এবার ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ দাবি করল ইউক্রেন। দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার জরুরি ভিত্তিতে এই সদস্যপদ দাবি করেছেন। বিশেষ পদ্ধতির মাধ্যমে ইউক্রেনকে “তাৎক্ষণিক” সদস্যপদ দেওয়ার জন্য ইউরোপিয় ইউনিয়নের কাছে আহ্বান জানান তিনি।

এরই মধ্যে ইউক্রেন দাবি করেছে ইতিমধ্যেই সাড়ে চার হাজারেরও বেশি রুশ সেনা প্রাণ হারিয়েছে। ইউক্রেনে গত চার দিনে ১৬ শিশু নিহত হয়েছে। এছাড়া ৪৫ জনের আহত হওয়ার খবরও জানা গিয়েছে। রাষ্ট্রসংঘের হিসাব অনুযায়ী, পাঁচ দিন আগে পর্যন্ত ইউক্রেনে সাত শিশুসহ ১০২ জন নাগরিক প্রাণ হারান। রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলেট জেনেভায় জানিয়েছেন আসল সংখ্যাটা আরও অনেক বেশি।

এদিকে ব্রিটেনের পর এবার গোটা ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়ার জন্য বন্ধ করল আকাশপথ। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি রাশিয়ার বিমানকে তার ভূখণ্ডের উপর দিয়ে ওড়া ও অবতরণ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিছুদিন আগে এই সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটেন। ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে নিজেদের দেশের আকাশপথ রাশিয়ার জন্য বন্ধ করেছিল তারা। পরিবর্তে রাশিয়াও তাদের সীমায় ব্রিটেনের কোনও বিমানতে অনুমতি দেয়নি। এবার এই সিদ্ধান্ত নিল ইউরোপিয়ান ইউনিয়ন।