Vishnu Solanki: সদ্যোজাত মেয়ের মৃত্যুর পর বাবাকে হারিয়েও কর্তব্যে অবিচল বিষ্ণু

চোখের সামনে দেখলেন (Vishnu Solanki) বাবার শেষ কৃত্য। দশ আগে হারিয়েছিলেন নিজের সদ্যজাত মেয়েকে। সেই বিষ্ণু শোলান্কি অবিচল রইলেন নিজের কর্তব্যে। দলের স্বার্থে ফের খেলতে…

চোখের সামনে দেখলেন (Vishnu Solanki) বাবার শেষ কৃত্য। দশ আগে হারিয়েছিলেন নিজের সদ্যজাত মেয়েকে। সেই বিষ্ণু শোলান্কি অবিচল রইলেন নিজের কর্তব্যে। দলের স্বার্থে ফের খেলতে নামলেন মাঠে। 

বরোদার হয়ে রঞ্জি খেলছেন বিষ্ণু শোলান্কি। দশদিন আগে জানতে পেরেছিলেন তাঁর মেয়ের মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল মাত্র একদিন। মনের ভিতরে ঝড়ের তীব্রতা কারও জানা নেই। কিন্তু ব্যাটে ঝড় তুলছিলেন ফিরে এসে। শোলান্কি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন । 

Vishnu Solanki

দশ দিন পর ফের দুঃসংবাদ। শোলান্কি তখন মাঠে। কটকে ম্যাচ চলছিল । অসাধারণ ফিল্ডিং দক্ষতায় বাঁচিয়েছেন একটি বাউন্ডারি। তার কিছু পরে সাজঘর থেকে ম্যানেজমেন্টের তলব। মাঠ ছেড়ে উঠে গেলেন প্যাভিলিয়নে। সতীর্থরাও বুঝতে পারেননি ব্যাপারটা কী। ‘আমরা পরে জানতে পেরেছি ওর বাবা প্রয়াত হয়েছেন’, বলেছেন বরোদার টিমের অধিনায়ক কেদার দেওধর। ‘ড্রেসিং রুমের একটা কোণে দাঁড়িয়ে ভিডিও কলে বাবার শেষ কৃত্য দেখেছে বিষ্ণু। দুঃসহ সময়ের মধ্যে চলেছে। কিন্তু মন শক্ত রেখেছে।’

গত কয়েক মাস যাবৎ অসুস্থ ছিলেন শোলান্কির বাবা। চিকিৎসা চলছিল বলে জানা গিয়েছে। রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থা ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছে। বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সে যায়নি। বাবার শেষ কৃত্য দেখে আবার মাঠে নেমেছেন বিষ্ণু শোলান্কি। দশদিন আগে সে হারিয়েছিল নিজের মেয়েকে।