বিশ্ব শীর্ষে (Mount Everst) কে প্রথম ম্যালোরি-আরভিন নাকি তেনজিং-হিলারি? এই প্রশ্নের উত্তর এখনো তুষারের তলায় চাপা পড়ে আছে। পর্বতাভিজানের ইতিহাসে মাউন্ট এভারেস্ট জয় যুগান্তকারী ঘটনা। বিতর্কের বিষয় কে প্রথম উঠেছিলেন এভারেস্টে।
বারবার এমন দাবি উঠেছে, ১৯৫৩ সালে তেনজিং নোরগে এবং এডমুন্ড হিলারি প্রথম অভিযাত্রী নন ১৯২৪ সালে জর্জ ম্যালোরি ও অ্যান্ড্রু আরভিন প্রথম এভারেস্ট জয়ী। যদিও এই দুই কিংবদন্তি পর্বতারোহীর মৃত্যু হয় এভারেস্টেই। এবার মৃত্যুর ১০০ বছর মিলেছে নিখোঁজ আরভিনের বুট!
ন্যাশনাল জিওগ্রাফিকের বিখ্যাত অভিযাত্রী জিমি চিনের নেতৃত্বে তল্লাশি চলছিল। তিনি এই মুহূর্তকে তিনি স্মরণীয় ও আবেগঘন বলে আখ্যা দিয়েছেন। ম্যালোরির দেহ পাওয়ার পর তাঁর সহঅভিযাত্রী আরভিনের দেহ মিলবে বলেই মনে করা হয়। এবার মিলেছে আরভিনের বুট। তাঁদের ক্যামেরা ও অভিযানের অন্যান্য সামগ্রী মিলবে বলে ন্যাশনাল জিওগ্রাফিক অভিযাত্রীরা নিশ্চিত।
জিমি চিনের নেতৃত্বে ন্যাশনাল জিওগ্রাফিক তথ্যচিত্র নির্মাতা পর্বতারোহীদের একটি দল গত মাসে এভারেস্টে একটি বুটে হোঁচট খায়! হিমবাহের ওপরের বরফ গলে সেটি বেরিয়ে এসেছিল। ওই বুটটিতে উলের মোজার ওপর সেলাই করা ‘এ. সি. আরভিন’ লেখা। সেটি নিখোঁজ ব্রিটিশ পর্বতারোহী অ্যান্ড্রু কমিন স্যান্ডি আরভিনের বলে ধারণা করা হচ্ছে। যদিও তাঁর পরিবার আরভিনকে খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল। তাঁর পরিবারের সদস্যরা দেহাবশেষের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহের প্রস্তাব দিয়েছেন।
ন্যাশনাল জিওগ্রাফিক, বিবিসি, গার্ডিয়ানসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন-জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমালয়ে জমে থাকা বরফ পাতলা হয়ে তুষারের নিচে চাপা পড়ে থাকা পর্বতারোহীদের মৃতদেহ আবিষ্কারের ঘটনা ঘটছে।
১৯২৪ সালে সঙ্গী জর্জ ম্যালোরিকে নিয়ে এভারেস্টে অভিযান করেছিলেন আরভিন। ১৯৯৯ সালে ম্যালোরির দেহাবশেষ পাওয়া যায় এভারেস্ট শীর্ষের নিকটে। তবে নিখোঁজ ছিলেন আরভিন। ২০২৪ সালে মিলল আরভিনের বুট। ন্যাশনাল জিওগ্রাফিক অভিযাত্রীরা আরভিনের দেহ পেতে মরিয়া।
বিশেষজ্ঞরা বলছেন, তুষারে চাপা পড়ে থাকা দেহ অবিকল থাকে। যেমনটি হয়েছিল ম্যালোরির ক্ষেত্রে। মৃত্যুর পঁচাত্তর বছর পর তাঁর দেহ মিলেছিল। সেই দেহ ছিল তরুণ বয়সের। হিমালয় তুষারে ঢেকে ম্যালোরি মৃত্যুর পরেও অনন্ত যৌবনে আটকে ছিলেন!
এভারেস্ট অভিযানের ইতিহাসে আছে, ম্যালোরির সঙ্গে আরভিন যখন এভারেস্টে ওঠার জন্য গিয়েছিলেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ২২ বছর। সেই অভিযানে তাঁরা কি এভারেস্ট শীর্ষে উঠেছিলেন? এই প্রশ্ন বারবার আটকে গেছে তুষারের তলায়।