Dev: কপ্টারে ধোঁয়া, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দেব

বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন তৃণমূল সাংসদ দেব (Dev)। আজ, শুক্রবার মালদহ উত্তরে রোড শো করতে গিয়েছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব (দীপক অধিকারী)। সেই…

Dev

বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন তৃণমূল সাংসদ দেব (Dev)। আজ, শুক্রবার মালদহ উত্তরে রোড শো করতে গিয়েছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব (দীপক অধিকারী)। সেই কর্মসূচি শেষের পর দেব সেখানে থেকে কপ্টারে করে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন। আচমকা সেই কপ্টার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তড়িঘড়ি মালদহ বিমানবন্দরে অবতরণ করে দেবের কপ্টার।

আপাতত সুস্থ রয়েছেন দেব। কপ্টারে যান্ত্রিক গোলযোগ থেকেই ধোঁয়া লেগেছে বলে খবর। এদিন দুপুরে মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন দেব। তারপর রতুয়া থেকে কপ্টার চড়েন তৃণমূল সাংসদ। কপ্টার আকাশে ওড়ার মিনিট দশেকের মধ্যে আচমকা ধোঁয়া বের হতে দেখা যায়। দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।

   

এরপর মালদহ বিমানবন্দরে অবতরণ করে দেবের কপ্টার। নিরাপদে কপ্টার থেকে নেমে আসেন ঘাটালের তৃণমূল সাংসদ। মুর্শিদাবাদের রানিনগরে অবতরণ করার ছিল তাঁর। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে মালদহ বিমানবন্দরেই অবতরণ করতে বাধ্য হয় তাঁর কপ্টার। যান্ত্রিক গোলযোগ ঠিক না হওয়ার মালদহ এয়ারপোর্ট থেকে সড়কপথেই মুর্শিদাবাদ রওনা দেন টলিউড সুপারস্টার।

এদিকে কপ্টারে ধোঁয়া দেখতে পাওয়ার ঘটনায় স্বভাবতই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। দেবের মতো একজন সাংসদ তথা টলিউডের সুপারস্টারের নিরাপত্তায় আদৌ কোনও ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ওড়ার আগে কপ্টারটির যথাযথ পরীক্ষা করা হয়েছিল কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। কপ্টার সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। 

আগামী ৭ মে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর কেন্দ্রে লোকসভা ভোট। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রচার। সেই প্রচারে অংশ নিতেই আজ ঘাটালের তৃণমূল সাংসদ দেব মালদহে গিয়েছিলেন। সেখাই থেকে মুর্শিদাবাদ যাওয়ার পথেই ঘটল বড়সড় বিপত্তি।

দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল, দু’দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।