Bangladesh: সুরলোকে ভূপিন্দর সিং, স্ত্রী মিতালীর পিত্রালয় ময়মনসিংহ শোকাচ্ছন্ন

আশির দশকে বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে চলে আসা মিতালী মুখার্জি এখনও তাঁর ছেড়ে আসা দেশে জনপ্রিয়। এই জনপ্রিয়তা তাঁর কিংবদন্তি গায়ক স্বামী ভূপিন্দর সিংয়ের জন্য…

আশির দশকে বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে চলে আসা মিতালী মুখার্জি এখনও তাঁর ছেড়ে আসা দেশে জনপ্রিয়। এই জনপ্রিয়তা তাঁর কিংবদন্তি গায়ক স্বামী ভূপিন্দর সিংয়ের জন্য নয়, তিনি পরিচিত ঢালিউডি ছবি ‘দুই পয়সার আলতা’র বিখ্যাত গান ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নয়’ গায়িকা হিসেবে। সুরলোকে সু়ধাকন্ঠ ভূপিন্দর সিং। মুম্বই থেকে এই সংবাদ আসতেই মিতালী সিং (মিতালী মুখার্জি) এর নিজের আত্মীয়রা শোকাচ্ছন্ন। ময়মনসিং জুড়ে শোক ছড়িয়েছে।

পড়ুন: Bhupindar Singh: সুধাকন্ঠ ভূপিন্দর সিং সুরলোকে

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বাংলাদেশি জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিতালী মুখার্জির পিত্রালয় তথা প্রয়াত ভূপিন্দর সিংয়ের শ্বশুরবাড়ি ময়মনসিংহে।

মিতালীর জন্ম ময়মনসিংহে। তিনি আশির দশকের শুরুতেই বাংলাদেশে সঙ্গীতশিল্পী হিসেবে জনপ্রিয় হন। শ্রোতাদের সঙ্গে মিতালী মুখার্জীর পরিচয়। বাংলাদেশে থাকাকালীন মিতালী মুখার্জির গাওয়া গান দুই পয়সার আলতা ছবিকে অন্য মাত্রা এনে দিয়েছিল। ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। পরিচালক আমজাদ হোসেন। ছবির অন্যতম গায়িকা রুনা লায়লা। জনপ্রিয় জুটি রাজ্জাক-শাবানা।

এই ছবির সবথেকে জনপ্রিয় গান হয় ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’। বাংলাদেশি সুরকার আলাউদ্দিন আলি গানটির রচয়িতা। মিতালীর কণ্ঠে গানটি সহ ছবি সুপারিট হয়। সে বছর বাংলাদেশের শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী পুরস্কার পান মিতালী মুখার্জি।১৯৮২ সালে শাস্ত্রীয় সংগীততের বৃত্তি নিয়ে ভারতে চলে যান মিতালি। ১৯৮৩ সালে ভূপিন্দর সিংয়ের সঙ্গে বিবাহ হয় মিতালি মুখার্জির। তারপর থেকে মুম্বইতে আছেন তিনি।

বারবার বাংলাদেশে এসে পিত্রালয়ে গেছেন মিতালী। জানিয়েছেন, ভারতে আমি মিতালী সিং কিন্তু বাংলাদেশে মিতালী মুখার্জী। স্বাচ্ছন্দ্য বোধ করি দুই নামেই। বাংলাদেশ আমার বাপের বাড়ি।