Bhupindar Singh: সুধাকন্ঠ ভূপিন্দর সিং সুরলোকে

প্রয়াত কিংবদন্তি শিল্পী ভূপিন্দর সিং। মুম্বইতে তিনি প্রয়াত। (Bhupindar Singh) তাঁর বয়স হয়েছিল ৮২ বছর৷ সোমবার মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংবাদসংস্থা পিটিআই…

প্রয়াত কিংবদন্তি শিল্পী ভূপিন্দর সিং। মুম্বইতে তিনি প্রয়াত। (Bhupindar Singh) তাঁর বয়স হয়েছিল ৮২ বছর৷ সোমবার মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বর্ষীয়ান গায়কের মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর স্ত্রী মিতালি সিং।

পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে একাধিক সমস্যায় ভুগছিলেন তিনি৷ সেইসঙ্গে ছিল বার্ধক্যজনিত সমস্যাও৷ গত ১০ দিন ধরে মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল৷ চিকিৎসকদের কড়া নজরদারি ছিল শুরু থেকেই তবুও শেষ রক্ষা হল না৷

হাসপাতাল সূত্রে খবর, বিখ্যাত গজল সঙ্গীতশিল্পী কলোন ক্যান্সারের লক্ষন দেখা গিয়েছিল৷ গত ৫ দিন আগেই কোভিড আক্রান্ত হন৷ তাই চিকিৎসকদের পক্ষে তার শারীরিক পরিক্ষানিরিক্ষার ক্ষেত্রেও অসুবিধা দেখা দেয়৷ চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, কোমর্বিডিটির কারণেই মৃত্যু হয়েছে ভুপিন্দর সিংয়ের৷

সঙ্গীতের জগতে তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র। ছোটবেলায় বাবার থেকে গিটার শেখা এবং সঙ্গীতে যাত্রাশুরু। তাঁর যাত্রা শুরু অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে। এরপর মদন মোহনের সান্নিধ্যে আসেন তিনি৷ সেখান থেকেই মোড় বদলে যায়।

“এক আকেলা ইশ শাহের মেয়”, ” থোড়ি সি জামিন, থোড়া সা আশমান”, “হোকে মজবুর মুঝে উসনে বুলায়া হোগা” “নাম গুম জায়েগা” সহ একের পর এক হিট গান দর্শকদের উপহার দিয়েছেন৷ তার অকালপ্রয়াণে শোকাহত সঙ্গীত জগত৷