Bangladesh: অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য কেন? আমেরিকা সহ ১১ দেশের রাষ্ট্রদূতকে তলব হাসিনা সরকারের

নজিরবিহীন।  একসাথে ১১ দেশের রাষ্ট্রদূতকে একযোগে তলব করার কোনও ঘটনা গত পাঁচ দশকে বাংলাদেশে (Bangladesh) হয়নি বলেই তীব্র আলোচনা আন্তর্জাতিক মহলে।

hasina

নজিরবিহীন।  একসাথে ১১ দেশের রাষ্ট্রদূতকে একযোগে তলব করার কোনও ঘটনা গত পাঁচ দশকে বাংলাদেশে (Bangladesh) হয়নি বলেই তীব্র আলোচনা আন্তর্জাতিক মহলে। কূটনৈতিক বিশেষজ্ঞরা আরও খতিয়ে দেখছেন একই দিনে ১১ জন রাষ্ট্রদূতকে তলব করার নজির আর কোনও দেশে আছে কিনা। দেখা যাচ্ছে তেমন কোনও উদাহরণ মিলছে না। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে মন্তব্য কেন এই উষ্মা দেখিয়ে শেখ হাসিনার সরকার আলোড়িত এক পদক্ষেপ নিল।

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে বিরোধীদের অভিযোগগুলি পর্যবেক্ষণ করে বিভিন্ন দেশ তাদের দূতাবাস মারফত বার্তা দিয়ে চলেছে। এই ভূমিকায় ক্ষুব্ধ বাংলাদেশ সরকার। বিবিসির খবর, সম্প্রতি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নির্দল প্রার্থী ও জনপ্রিয় ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতির জেরে এবার আমেরিকা-সহ ১১টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ বিদেশ মন্ত্রক।

আরও পড়ুন: Bangladesh: ‘সবাই বলে হিজড়া, আমি একজন ব্যাংকার’… সঞ্জীবনী সুধা নিজেই এক চমক

এর আগে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন, পশ্চিমবঙ্গের ভোটে হিংসা হলে অন্যান্য দেশ নীরব থাকে। আর বাংলাদেশের বিষয়ে মন্তব্য করে চলে। তাঁর এই প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক মহল আলোড়িত হয়। তিনি সাংবাদিকদের বলেছিলেন, আপনারা কেন তাদের জিজ্ঞাসা করেন না? যখন তাদের দেশে লোক মারা যায়, তখন কেন বিবৃতি দেয় না, আর বাংলাদেশ হলেই মগের মুল্লুক পাইছে ওরা।

আরও পড়ুন: Bangladesh: ভারত বন্ধ করেছে রফতানি, বাংলাদেশে চাল সংকট আশঙ্কা

ঢাকার সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হয়। ভোটগ্রহণের সময় বনানীর একটি ভোটকেন্দ্রের বাইরে হিরো আলমকে মারধর করার ঘটনা ঘটেছিল। অভিযোগ এই ঘটনায় জড়িত শাসকদল আওয়ামী লীগ। এর জেরে উদ্বেগ জানিয়ে টুইট করেছিলেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রসংঘের সমন্বয়কারী গোয়েন লুইস। পরে, ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড সহ ১১টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। বিতর্কে জড়ায় শেখ হাসিনার সরকার। এরপর একযোগে ১১ দেশের রাষ্ট্রদূতকে তলবে আরও শোরগোল।