Bangladesh: ভোট শেষেই ফল, রাতেই মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বিশ্ব নজির হাসিনার!

বাংলাদেশের (Bangladesh) নির্বাচনের পরেই নজির! বিশ্ব নজির বলছে হিসেব। সরকারে থাকা দল আওয়ামী লীগ নিশ্চিত তারাই টানা চারবার ক্ষমতায় আসছে। ফের প্রধানমন্ত্রী হচ্ছেন (Sheikh Hasina)…

বাংলাদেশের (Bangladesh) নির্বাচনের পরেই নজির! বিশ্ব নজির বলছে হিসেব। সরকারে থাকা দল আওয়ামী লীগ নিশ্চিত তারাই টানা চারবার ক্ষমতায় আসছে। ফের প্রধানমন্ত্রী হচ্ছেন (Sheikh Hasina) শেখ হাসিনা। দলটি সূত্রে জানা যাচ্ছে, এইবার প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সর্বাধিক সময় মহিলা প্রধানমন্ত্রী হবার নজির গড়বেন শেখ হাসিনা। একটানা কোনও দেশের প্রধানমন্ত্রী হবার নজিরও আন্তর্জাতিক ক্ষেত্রেও তিনি নজির গড়বেন বলে রাজনৈতিক বিশ্লেষণ। পঁচাত্তর বয়সী শেখ হাসিনা আশির কোঠায় যখন যাবেন তখন হবে পরবর্তী জাতীয় নির্বাচন।

বাংলাদেশ সংসদের বর্তমান বিরোধী নেত্রী রওশন এরশাদ। তিনি জাতীয় পার্টির হয়ে নির্বাচনে লড়াই করেননি। আর পূর্বতন ক্ষমতাসীন বিএনপির নেত্রী খালেদা জিয়া অসুস্থ ও একাধিক দুর্নীতির মামলায় বিচারাধীন। বেগম জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তাঁর সময়ে বিরোধী নেত্রী ছিলেন শেখ হাসিনা।

সংসদে বিরোধী দল বলে চিহ্নিত জাতীয় পার্টির সাথে আসন সমঝোতা হয়েছে আওয়ামী লীগের। এবারের জাতীয় নির্বাচনে বাংলাদেশের সরকারে থাকা আওয়ামী লীগ বনাম বিক্ষুব্ধ আওয়ামী লীগের মূল ভোট লড়াই। মূল বিরোধী শক্তি বিএনপি ভোট বয়কট করেছে।

হিংসা ও নাশকতার আবহে বাংলাদেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনের ভোটে আছে ২৮ দল থেকে চূড়ান্ত প্রার্থী ১৯৭১ জন্য আর স্বতন্ত্র (নির্দল) ৪৩৬ জন। বাংলাদেশ নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান জানিয়েছেন, ভোট শেষে প্রতিটি কেন্দ্রেই ব্যালট গণনা করে ফল ঘোষণা করবেন প্রিসাইডিং অফিসার। এরপর সেটি পাঠিয়ে দিবেন রিটার্নিং অফিসারের কাছে। রিটার্নিং অফিসারের কাছ থেকে ফল পাওয়ার পর নির্বাচন কমিশন ঢাকা থেকে সংসদীয় আসন ভিত্তিক বেসরকারি ফল প্রকাশ করে।

শেখ হাসিনা বিশ্বের অন্যতম সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে বিবেচিত। ফোর্বস সাময়িকীর দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় শীর্ষে থাকেন বারবার। তিনি বিশ্ব নারী নেত্রী পরিষদের সদস্য, যা বর্তমান ও প্রাক্তন নারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের একটি আন্তর্জাতিক চক্র।