Shakib Khan: ভারতে আসার ভিসা পেলেন শাকিব খান, শুটিং করবেন বারাণসীতে

অবশেষে ভারতের ভিসা পেয়েছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। ভিসা জটিলতার কারণে পরিচালক অনন্য মামুনের সিনেমা ‘দরদ’-এর শুটিং নিয়ে শেষমুহূর্তে তৈরী হয়েছিল জটিলতা। অভিনেতা শাকিব খান বারাণসীতে পৌঁছাতে না পারায় শুটিং নিয়ে দেখা গিয়েছিল সংশয়।গত ২৪ অক্টোবর ভারতে যাওয়ার কথা ছিল অভিনেতার।

শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র এই ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। রবিবার রাতে ভিসা পাওয়ার বিষয়টি জানা গিয়েছে। শাকিব খান মঙ্গলবার ভারতে থাকা শুটিং টিমের সঙ্গে কাজ শুরু করবেন।জানা যায়, চলতি মাসের ২০ অক্টোবর থেকে ‘দরদ’-এর শুটিং শুরুর কথা ছিল। শুটিং হবে ভারতের বারাণসী ও এলাহাবাদে।

   

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস, ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। পরিচালনা করবেন অনন্য মামুন। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এতে আরও অভিনয় করছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবসহ অনেকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন