বাংলাদেশের ক্রিকেট তারকা ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার (Shakib Al Hasan) শাকিব আল হাসান ভারত থেকেই আমেরিকা চলে যাবেন। তিনি আপাতত দেশে ফিরছেন না। গণবিক্ষেভে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দল আওয়ামী লীগের সাংসদ ছিলেন শাকিব। দেশে ফিরলে গ্রেফতারির আশঙ্কা করছেন তিনি। শেয়ার কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছে। বিপুল লেনদেন খতিয়ে দেখতে শাকিব ও তাঁর স্ত্রীর ব্যাঙ্ক একাউন্ট খতিয়ে দেখা হবে।
শেয়ার বাজারে কারসাজির অভিযোগে গত ২৪ সেপ্টেস্বর শাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।এবার শাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের হিসাব তলব করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে শাকিব আল হাসান ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে।
গণবিক্ষোভে সরকার পরিবর্তনের পর থেকেই মাগুরা-১ আসনের প্রাক্তন সংসদ সদস্য শাকিব আল হাসান ভীত। দেশে ফিরলে অন্যান্য ধৃত প্রাক্তন মন্ত্রী ও নেতাদের মতো গণপিটুনির শিকার হতে পারেন বলে আতঙ্কিত শাকিব। তবে বাংলাদেশ জাতীয় দলের হয়ে পাকিস্তান ও ভারতে ম্যাচ খেলেছেন শাকিব।
ভারতে এসে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। দেশে ফিরে শেষ ম্যাচ খেলার ইচ্ছা জানান। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে তারা নিরাপত্তা দিতে পারবে না। এরপর দেশে ফেরার সম্ভাবনা আপাতত স্থগিত রেখেছেন তিনি।