চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটির একি কান্ড!

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে (Champions League 2024) দাপট দেখাল পেপ গুয়ার্দিওয়ালার ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City )। বর্তমানে ইউরোপ ফুটবলে অন্যতম সেরা কোচের নাম বললে প্রথমেই উঠে…

Slovan Bratislava vs Manchester City

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে (Champions League 2024) দাপট দেখাল পেপ গুয়ার্দিওয়ালার ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City )। বর্তমানে ইউরোপ ফুটবলে অন্যতম সেরা কোচের নাম বললে প্রথমেই উঠে আসবে ম্যান সিটির কোচের নাম। তাঁর নাম ও দলের সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য শিরোপা ও সম্মাননা। পেপ গুয়ার্দিওয়ালার কোচিংয়ে শেষ চার বছর একটানা ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের খেতাব ধরে রেখেছে ম্যান সিটি। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক ম্যাচ জিতে চলেছে আর্লিং হালান্ডরা।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে স্লোভান ব্রাটিস্লাভার মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। এদিনের ম্যাচে ৪-০ গোলে জিতল সিটি। ম্যাচের হয়ে গোল করেন ইলকায় গুন্দোয়ান, ফিল ফোডেন, আর্লিং হালান্ড এবং জেমস ম্যাকাটি। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ভূমিকায় দেখতে পাওয়া যায় ম্যান সিটির খেলোয়াড়দের।

   

যদিও ৫ মিনিটের মাথায় হটাৎই গোলের সুযোগ তৈরি হয়েছিল স্লোভান ব্রাটিস্লাভার সামনে। তবে জালে বল জড়াতে ব্যর্থ হয়। ৮ মিনিটে ফিরতি বলে টাচ লাগিয়ে দলের হয়ে প্রথম গোল করেন ইলকায় গুন্দোয়ান। ফের ১৫ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান ফিল ফোডেন। ডানদিক থেকে ডোকুর বাড়ানো বলে শট নিয়ে জালে বল জড়ান তিনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রথমেই ম্যান সিটির হয়ে তৃতীয় গোলটি করেন আর্লিং হালান্ড। মাঝ মাঠ থেকে বাড়ানো বল নিয়ে এগিয়ে যান হালান্ড। বক্সের বাইরে থেকে শট নিতে কোন ভুল করেনি তিনি। ৭৪ মিনিটে চতুর্থ গোলটি করেন জেমস ম্যাকাটি। এই ম্যাচ জিতে টানা ১১ ম্যাচে অপরাজিত রইল ম্যান সিটি।