Bangladesh: হাসিনার নির্দেশে বাংলাদেশে কড়া নিরাপত্তায় দুর্গা পূজার প্রস্তুতি

পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। গোটা বছর ধরে বাঙালি এই পুজো আসার অপেক্ষায় থাকেন। এখন তো মহালয়ার পর থেকেই পুজোর আমেজ দ্বিগুণ হয়ে…

পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। গোটা বছর ধরে বাঙালি এই পুজো আসার অপেক্ষায় থাকেন। এখন তো মহালয়ার পর থেকেই পুজোর আমেজ দ্বিগুণ হয়ে যায়।পশ্চিমবঙ্গের প্রতিটি পাড়ায় এখন সাজো সাজো রব মায়ের আগমন ঘিরে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশেও।প্রতি বছর ধর্মীয় আচার মেনেই এই উৎসব পালন করা হয় সেখানে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে চলছে সাজসজ্জা ও প্রতিমার কাজ। বিভিন্ন মন্দিরে বসছে পৌরাণিক কাহিনীর প্রতিমা। শিল্পীদের ব্যস্ততা চোখে পড়ার মত।

২০ অক্টোবর মহাষষ্ঠী। মায়ের বোধন দিয়ে পুজো শুরু হবে সেখানেও। তার আগে চূড়ান্ত ব্যস্ততা সেখানকার প্যান্ডেল ও প্রতিমা শিল্পীদের মধ্যে। বাংলাদেশের শরীয়তপুরে এবছর ৯৮ টা মন্দির এবং মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্যান্ডেলগুলোতে কোথাও মহাভারতের কুরুক্ষেত্রের কাহিনী আবার কোথাও বার মাসে তেরো পার্বন তুলে ধরা হয়েছে।

আসন্ন দুর্গাপূজাকে লক্ষ্য করে কেউ যাতে গুজব ছড়াতে না পারে সেজন্য পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এছাড়া পূজা উপলক্ষে সারাদেশে পুলিশের টহল জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি।

সাম্প্রতীক অতীতে দুর্গাপুজোয় তাণ্ডবের ঘটনা ঘটেছে বাংলাদেশের একাধিক পুজো মণ্ডপে। ২০২১ সালে দুর্গাপুজোর মধ্যে বাংলাদেশের একাধিক মণ্ডপে তাণ্ডব চালানো হয়েছিল। এখনও বাংলাদেশের হিন্দুদের মন থেকে দূর হয়নি দু’বছর আগে দুর্গাপুজোর সময়ে সেই মণ্ডপে হামলার স্মৃতি। চলতি বছরেও পুজোর আগেই সেখানে একাধিক একাধিক মণ্ডপ এবং মন্দিরে হামলার খবর সামনে এসেছে। ভেঙে দেওয়া হয়েছে প্রতিমাও। এই নিয়ে আতঙ্কিত সেখানের সংখ্যালঘুরা।