বাংলাদেশের (Bangladesh) হার্টথ্রব নেত্রী নিপুণ রায় চৌধুরী (Nipun Roy Chowdhury) জামাত ইসলামির ‘বন্ধু’ বলে সুবিদিত। তিনি ও একগুচ্ছ তরুণ প্রজন্মের হাতেই বিএনপি (BNP) দলের সাংগঠনিক নেতৃত্ব চলে যাচ্ছে। বিশেষ সূত্র মারফত Kolkata 24×7 জানতে পেরেছে ‘রাম ভক্ত’ নিপুণকে আগামী জাতীয় নির্বাচনে গুরুদায়িত্ব দিতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) প্রধান। তার পুত্র তারেক রহমান দলটির বর্তমান চেয়ারম্যান। (nipun roy chowdhurys role in bnp)
বাংলাদেশের আলোচিত নেত্রী নিপুণ nipun roy chowdhurys role in bnp
নিপুণ রায় চৌধুরী বাংলাদেশের আলোচিত নেত্রী। তিনি পূর্বতন আওয়ামী লীগ জমানায় বারবার শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সরব। নিপুণের পিতৃ ও শ্বশুরকুল উভয় পরিবার খালেদা জিয়ার বিশেষ ঘনিষ্ঠ। ঝলমলে ইমেজ ও তুখোড় বক্তা হিসেবে নিপুণ বাংলাদেশে চর্চিত।
গত ৫ আগস্ট বাংলাদেশে গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশের রাজনীতি বিএনপি দলটির নেতারা পুনরায় ক্ষমতা দখলে মরিয়া।শেখ হাসিনা জমানায় খালেদা জিয়া বিরোধী নেত্রী ও একাধিক দুর্নীতির তদন্তে জেলে গেছিলেন। হাসিনা জমানা শেষে তিনি অভিযোগ মুক্ত। গুরুতর অসুস্থ খালেদা জিয়া বিএনপির সুপ্রিম নেত্রী হলেও তার পক্ষে আর দল পরিচালনা সম্ভব নয় বলেই বিএনপি সম্পাদকমণ্ডলী নিশ্চিত। দলের নেতৃত্বে খালেদা-পুত্র তারেক রহমান। তিনি তরুণ প্রজন্মের নেতা নেত্রীদের হাতে নির্বাচনী ভার দিতে বলেছেন। ফলে একগুচ্ছ তরুণ নেতা-নেত্রী পাচ্ছেন গুরুদায়িত্ব।
ক্ষমতায় ছিল বিএনপি nipun roy chowdhurys role in bnp
উল্লেখ্য ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সাল এই দুই দফায় মোট দশ বছর বাংলাদেশের ক্ষমতায় ছিল বিএনপি। দুবারই প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। বিএনপি ও জামাত ইসলামি জোট সরকার প্রথমবার ক্ষমতা হারিয়েছিল ১৯৯৬ সালে। সেবারই প্রথম দফায় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। ফের তিনি ২০০৯ সালে প্রধানমন্ত্রী হন। টানা তিনবার ক্ষমতা দখলে রাখলেও ২০২৪ সালে এসে গণবিক্ষোভে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। আপাতত ভারতে আশ্রিত শেখ হাসিনা।
বাংলাদেশের সংবাদপত্র “সমকাল” জানাচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন রাজনীতিতে অনেকটাই বিগত। গত কয়েক বছর ধরে বিএনপির নেতৃত্ব কার্যত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে। আর তিনি প্রথম থেকেই আস্থা রেখেছেন তরুণ প্রজন্মের ওপর। এই তালিকায় থাকা তিন নেত্রীর চমকপ্রদ উত্থান হতে পারে বলে ইঙ্গিত। এরা হলেন- (১) অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী (২) ব্যারিস্টার রুমিন ফারহানা (৩) শামা ওবায়েদ।
বাংলাদেশের সংখ্যালঘু রাজনৈতিক পরিবারের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ ঘনিষ্ঠ। কিছু সংখ্যক বিএনপি ঘনিষ্ঠ। আর কমিউনিস্ট পার্টি ও অন্যান্য বাম দলে আছে কিছু ঐতিহ্যশালী রাজনৈতিক পরিবার। বারবার আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ক্ষমতা দখলের সূত্রে এই দুই দলেই ঝলক বেশি।
নিপুণের নিপুণ রাজনীতি nipun roy chowdhurys role in bnp
আইনজীবী নিপুন রায় চৌধুরী (১৯৮০ সালে জন্ম) ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য। বিএনপি সরকারের আমলে প্রাক্তন মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ। তিনি বিবাহ সূত্রে বিএনপির আরও এক হেভিওয়েট নেতা ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধু।
বাবা ও শ্বশুর রাজনীতিতে থাকায় অনেক সহজেই তিনি উঠে এসেছেন এমন ধারণা দলের অনেক নেতাকর্মীদের। তবে মাঠের রাজনীতিতে নিপুণের অবদান অস্বীকার করার উপায় নেই বলেই মানছেন বিএনপি নেতাও কর্মীরা। সভা সমাবেশ সর্বত্রই তার উপস্থিতি চমক তৈরি করেছে।
গত এক দশক নিপুণকে বারবার শেখ হাসিনা বিরোধী সক্রিয় রাজনীতিতে অংশ নিতে দেখা গেছে। তিনি জামাত ইসলামির ঘনিষ্ঠ বলেও সুবিদিত। অভিযোগ ওঠে, জামাতের শাখা সংগঠন ইসলামি ছাত্র শিবিরের নেতাদের সঙ্গেও নিপুণের ঘনিষ্ঠতা। নিপুণের পিতা ও শ্বশুর দুজনই খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ।
একনজরে BNP দল nipun roy chowdhurys role in bnp
(১) সেনা বিদ্রোহে ১৯৭৫ সালে বাংলাদেশের ‘জাতির পিতা’ শেখ মুজিবুর রহমানকে পরিবারের অন্যান্য সদস্যসহ খুন করা হয়েছিল।
(২) বাংলাদেশে তীব্র ডামাডোল পরিস্থিতির মধ্যে রাষ্ট্রপতি হয়েছিলেন সেনাকর্তা জিয়াউর রহমান। তিনি ১৯৭৮ সালে রাষ্ট্রপতি থাকাকালীন নিজেকে সামরিক শাসক থেকে রাজনৈতিক শাসক হিসেবে তুলে ধরতে বিএনপি( বাংলাদেশ জাতীয়তাবাদী দল) প্রতিষ্ঠা করেন।
(৩) জিয়াউর রহমানকে আরও একটি সেনা বিদ্রোহে ১৯৮১ সালে গুলি করে খুন করা হয়। এরপর তার স্ত্রী খালেদা জিয়া বিএনপি দলটির দায়িত্ব নেন।
(৪) বি়এনপি দলটি বিগত আওয়ামী লীগ জমানায় মূল বিরোধী রাজনৈতিক অবস্থানে থেকেছে। আবার নির্বাচন বয়কট করে প্রধান বিরোধী দলের তকমা বর্জন করে। গত ৫ আগস্ট বাংলাদেশে রক্তাক্ত গণবিক্ষোভে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর থেকে খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি ফের রাজনীতিতে সক্রিয়।
Bangladesh: Nipun Roy Chowdhury: BNP’s rising star and Khaleda Zia’s trusted leader. Set for a major role in upcoming elections. Known for criticizing Awami League. Influential figure in Bangladesh politics.