Bangladesh: ‘কেয়ামতের নমুনা জানি কিন্তু মানি না’ লেখক রাধাপদকে মারধরে অভিযুক্ত ধৃত

মুখে মুখে কবিতা রচনা করেন। সেই কবিতা গ্রাম্য হাট মেলা বাজারের সবাই মন দিয়ে শোনে। এমনই স্বভাবকবি চারণ কবি বলে পরিচিত রাধাপদ রায়ের (radhapada roy)…

মুখে মুখে কবিতা রচনা করেন। সেই কবিতা গ্রাম্য হাট মেলা বাজারের সবাই মন দিয়ে শোনে। এমনই স্বভাবকবি চারণ কবি বলে পরিচিত রাধাপদ রায়ের (radhapada roy) উপর হামলার ঘটনায় বাংলাদেশের (bangladesh) সুশীল সমাজ বিক্ষুব্ধ। সামাজিক মাধ্যম ও মূলধারার সংবাদমাধ্যমে রক্তাক্ত অশীতিপর কবির ছবি ছড়িয়েছে। শুরু তীব্র বিতর্ক। তদন্তে নেমে চারণকবির উপর হামলার অভিযোগে মহম্মদ রফিকুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। জখম রাধাপদ রায় চিকিৎসাধীন। তিনি রংপুর বিভাগের কুড়িগ্রামের বাসিন্দা

চারণ কবি রাধাপদ রায়ের পুত্র ও পরিবারের তরফে করা অভিযোগের ভিত্তিতে তদম্তে নামে কুড়িগ্রামের নাগেশ্বরী থানার পুলিশ। ওই থানার ওসি মহম্মদ আশিকুর রহমান জানান, রাধাপদ রায়কে মারধরে অভিযুক্ত রফিকুল ইসলামকে জেরা করা হয়েছে। জানা গিয়েছে, সালিশি নিয়ে বিবাদের জেরে কবির উপর হামলা করেছিল রফিকুল।

   

অশিতীপর রাধপদ রায় চিকিৎসাধীন হয়েও হাসপাতালে শুয়ে সামাজিক দুর্নীতি-সমস্যা নিয়ে কবিতা ও ছড়া বলছেন। তাঁর পিঠে মারধরের আঘাত পর্যবেক্ষণ করেছেন চিকিতসকরা। তাঁরা বলছেন চিন্তার কারণ নেই। তদন্তে উঠে এসেছে গত শনিবার সকালে নাগেশ্বরী উপজেলার গোদ্দারেরপাড় এলাকায় নিজেপ বাড়িতে রাধাপদ রায় আক্রান্ত হয়েছিলেন। তাঁর পরিচিত রফিকুল ইসলাম ও কদুর রহমানের বিরুদ্ধে এই হামলার অভিযোগ ওঠে। কবিকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। একটি কাজের পাওনা বাবদ ৫০০ টাকা নিয়ে রাধাপদ রায়ের পরিবারের সাথে অভিযুক্তদের বচসা হয়েছিল। টাকা মেটালেও হয় হামলা।