Heavy Rain Alert: নাছোড়বান্দা বৃষ্টি ভাসাবে একাধিক জেলা

নিম্নচাপের জেরে উত্তাল হয়ে উঠেছে সিকিম। সেই নিম্নচাপ এখন ঘুরে অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণভাগের পশ্চিমে। এর সঙ্গেই ঝাড়খণ্ডের কিছুটা জায়গা জুড়ে। তবে আগের থেকে…

Heavy Rain Alert

নিম্নচাপের জেরে উত্তাল হয়ে উঠেছে সিকিম। সেই নিম্নচাপ এখন ঘুরে অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণভাগের পশ্চিমে। এর সঙ্গেই ঝাড়খণ্ডের কিছুটা জায়গা জুড়ে। তবে আগের থেকে বেশ অনেকটাই দুর্বল এই নিম্নচাপ। তা সত্ত্বেও এই নিম্নচাপের প্রভাবে গোটা বাংলা জুড়ে চলছে বৃষ্টিপাত। আপাতত আজ থেকে ৬ তারিখ পর্যন্ত এই বৃষ্টি লাগাতার চলবে। উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গ ভাসবে গোটা বাংলা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

আজ গোটা দিন কলকাতা শহরে বৃষ্টি হয়েছে ৬২.০৭ মিলিমিটার। বর্ষা দক্ষিণবঙ্গে ঢোকার সময় নজরে আসেনি তেমনভাবে বৃষ্টিপাত। তবে শেষের দিকে এই ঢেলে বর্ষণের জেরে রীতিমত নাজেহাল রাজ্যবাসী।

স্বাভাবিকভাবেই পূজোর মুখে এমন বৃষ্টিপাতের কারণে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন। তবে দিন রাতের হিসেবে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ খানিকটা নীচে। আজ দিনের তাপমাত্রা ২৮.০৬° সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি কম।

অন্যদিকে রাতের তাপমাত্রা ছিল ২৫.০২° সেলসিয়াস। এটাও স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। আগামী ২৪ ঘন্টা আবহাওয়া এর আশে পাশেই থাকবে। সর্বোচ্চ ২৯ এর আশেপাশে এবং সর্বনিম্ন ২৬ এর আশেপাশে থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে। ফলে আগামী দুদিন তুমুল বৃষ্টিপাত হবে। এবং ৬ তারিখ সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত কমবে। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।