Home World Bangladesh এয়ার অ্যাম্বুল্যান্সে ত্রুটি, স্থগিত খালেদা জিয়ার লন্ডন যাত্রা

এয়ার অ্যাম্বুল্যান্সে ত্রুটি, স্থগিত খালেদা জিয়ার লন্ডন যাত্রা

Khaleda Zia London Treatment

ঢাকা: উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা থাকলেও, বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাত্রা সাময়িকভাবে স্থগিত হয়েছে। শুক্রবার তাঁর লন্ডন রওনার পরিকল্পনা থাকলেও, কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্সে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তা ঢাকায় পৌঁছতে পারেনি।

Advertisements

কবে লন্ডন যাত্রা

বিএনপি সূত্রে জানানো হয়েছে, সবকিছু ঠিক থাকলে শনিবার এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় পৌঁছাবে। এরপর খালেদার শারীরিক অবস্থা বিবেচনা করে রবিবার লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন। চিকিৎসকেরা সতর্ক করে বলেছেন, নেত্রীর শরীর বিদেশযাত্রার জন্য কতটা উপযুক্ত, তা যাচাই করা হবে।

   

খালেদার পুত্র তারেক রহমান ইতিমধ্যেই লন্ডনে রয়েছেন। তাঁর স্ত্রী ও চিকিৎসক জুবাইদা রহমান ঢাকায় এসে নেত্রীর শারীরিক পরিস্থিতি মূল্যায়ন করবেন এবং লন্ডন যাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

ঢাকার হাসপাতালে ভর্তি

গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টের সমস্যায় খালেদাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে নিউমোনিয়া ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাঁর আগে থেকেই থাকা আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও কিডনির সমস্যা এবং হৃদ্‌যন্ত্রে সংক্রমণের কারণে শারীরিক পরিস্থিতি জটিল হয়ে ওঠে। চিকিৎসকরা জানিয়েছেন, ৮০ বছরের প্রাক্তন নেত্রীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

পর্যবেক্ষণে হাসিনা

দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড বর্তমানে খালেদাকে পর্যবেক্ষণ করছেন। জুবাইদাও সেই বোর্ডের সদস্য হিসেবে ঢাকা হাসপাতালে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই বিএনপি সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। হাসপাতালেও তাঁকে দেখতে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বিএনপি সূত্রে বলা হয়েছে, কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্সের যান্ত্রিক ত্রুটি শুধুই সাময়িক। সব ঠিক থাকলে, রবিবার নেত্রী লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারবেন এবং সেখানে উন্নত চিকিৎসা শুরু হবে।

Advertisements