সংকটে খালেদা জিয়া! রাতেই লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত, এয়ার অ্যাম্বুলেন্স দিচ্ছে কাতার

Khaleda Zia’s Son’s Comeback After 17 Years: A Turning Point for India-Bangladesh Relations
Khaleda Zia’s Son’s Comeback After 17 Years: A Turning Point for India-Bangladesh Relations

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি৷ বৃহস্পতিবার রাতেই সম্ভবত তাঁকে লন্ডনে স্থানান্তর করা হতে পারে।

Advertisements

টানা বারো দিন পর্যবেক্ষণে

এভারকেয়ার হাসপাতালে টানা বারো দিনের পর্যবেক্ষণ ও বিশেষজ্ঞ পর্যালোচনার পর চিকিৎসকেরা জানিয়েছেন—উন্নততর চিকিৎসা ছাড়া পরিস্থিতি আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। সেই কারণেই জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করছে কাতার, যা সকালেই বিএনপিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে ঢাকার সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে।

   

হৃদ্‌যন্ত্রজনিত জটিলতায় ভুগছেন

৮০ বছর বয়সি খালেদা জিয়া বর্তমানে গুরুতর হৃদ্‌যন্ত্রজনিত জটিলতায় ভুগছেন। ফুসফুসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও তাঁর সামগ্রিক শারীরিক অবস্থায় তেমন উন্নতি হয়নি। কিডনি, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিস—পূর্ব থেকে থাকা একাধিক দীর্ঘস্থায়ী সমস্যা চিকিৎসাকে আরও কঠিন করে তুলেছে। একটি রোগের চিকিৎসা শুরু হলেই অন্য রোগের উপর তার বিরূপ প্রতিক্রিয়া পড়ছে, ফলে চিকিৎসকেরা গত কয়েকদিন ধরেই বিদেশে স্থানান্তরের পরামর্শ দিচ্ছিলেন।

ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউ-তে দীর্ঘদিন চিকিৎসাধীন খালেদাকে দেখতে প্রতিদিন ভিড় করছেন উদ্বিগ্ন বিএনপি সমর্থকেরা। বুধবার রাতেই চিন থেকে চারজন বিশেষজ্ঞ ঢাকায় পৌঁছে খালেদার মেডিক্যাল বোর্ডে যোগ দেন। আমেরিকা থেকেও এক বিশেষজ্ঞ চিকিৎসক দলে যুক্ত হয়েছেন।

খালেদার পুত্র দীর্ঘদিন ধরে লন্ডনে

এদিকে, খালেদার পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনেই বসবাস করছেন। মায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাজনৈতিক জটিলতার কারণে তাঁর দেশে ফেরা সম্ভব নয়। ফলে লন্ডনেই চিকিৎসার সিদ্ধান্ত হলে খালেদার প্রধান সহায়তা হবে তাঁর পুত্রের সান্নিধ্য।

হাসপাতালের চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার মধ্যরাতের পর বা শুক্রবার ভোরের দিকেই এয়ার অ্যাম্বুল্যান্সে করে লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসা ও দীর্ঘস্থায়ী রোগের জটিলতা নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসাই এখন একমাত্র ভরসা—এমনটাই মনে করা হচ্ছে মেডিক্যাল বোর্ডের অভ্যন্তরীণ মহলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements