Bangladesh: ব্যক্তিগত বিমান নিয়ে আচমকা শেখ হাসিনার কাছে আদানি, তীব্র চাঞ্চল্য ঢাকায়

বাংলাদেশে (Bangladesh) জাতীয় নির্বাচনে বিদেশি প্রভাব নিয়ে বিতর্ক চরমে। অন্যতম বিরোধী দল বিএনপির দাবি, নির্দলীয় সরকারের অধীনে হোক জাতীয় নির্বাচন। এ নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও সাড়া…

বাংলাদেশে (Bangladesh) জাতীয় নির্বাচনে বিদেশি প্রভাব নিয়ে বিতর্ক চরমে। অন্যতম বিরোধী দল বিএনপির দাবি, নির্দলীয় সরকারের অধীনে হোক জাতীয় নির্বাচন। এ নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও সাড়া পড়েছে। বিতর্কের এই আবহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সাথে বিশেষ সাক্ষাৎ করলেন ভারতের শিল্পপতি (Adani) গৌতম আদানি। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ ঘনিষ্ঠ।

আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি শনিবার  ঢাকা সফর করেন। নিজস্ব বিমানে তিনি ঢাকায় আসেন। তড়িঘড়ি গণভবনে গিয়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে টুইটার অ্যাকাউন্টে গৌতম আদানি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের পুরো সক্ষমতায় উৎপাদন বুঝিয়ে দিতে পেরে সম্মানিত। ভারত ও বাংলাদেশের সাহসী সেই দলকে তিনি স্যালুট জানান, যারা করোনা মহামারির মধ্যেও কাজ শুরু করে মাত্র সাড়ে তিন বছরে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে নিয়ে এসেছে।

বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গোড্ডা বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি উৎপাদন শুরু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে এসেছিলেন গৌতম আদানি।আদানি গ্রুপের নির্মিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি। 

ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা জেলায় আদানি গ্রুপের নির্মিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লা বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিট আছে। প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত মার্চে। এরপর গত ৬ এপ্রিল এটি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। আর দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ২৫ জুন মধ্যরাত ১২টায়।বাংলাদেশ সরকারের সাথে আদানিদের ব্যবসায়িক লেনদেন চুক্তি স্বাক্ষরিত আছে।