Bangladesh: করোনার চতুর্থ ঢেউ চলছে বাংলাদেশে, সতর্ক করলেন শেখ হাসিনা

বাংলাদেশে (Bangladesh) একদিনে দু হাজারের বেশি করোনা আক্রাম্ত। এর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির জাতীয় সংসদে জানালেন দেশে করোনার চতুর্থ ঢেউ এসেছে। বুধবার জাতীয় সংসদের…

বাংলাদেশে (Bangladesh) একদিনে দু হাজারের বেশি করোনা আক্রাম্ত। এর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির জাতীয় সংসদে জানালেন দেশে করোনার চতুর্থ ঢেউ এসেছে।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার সমাপ্ত ভাষণে শেখ হাসিনা করোনা সংক্রমণ নিয়ে সতর্কতা দেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস আমরা সফলভাবে মোকাবিলা করতে পেরেছি। ডব্লিউএইচওর নির্দেশনা অনুযায়ী আমরা শতভাগ টিকা দিয়েছি। নতুনভাবে আবার দেখা দিয়েছে। সবাইকে বলবো স্বাস্থ্য-সুরক্ষা মেনে চলতে।

বাংলাদেশে করোমা সংক্রমণের গতি হু হু করে বেড়েছে। বুধবার নতুন করে ২ হাজার ২৪১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। টানা তিনদিন দু’ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কারোর মৃত্যু হয়নি। এমনই জানিয়েছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর।

বাংলাদেশে করোনা সংক্রমণের গতি তীব্র হওয়ায় সীমান্তবর্তী ভারতের দিকে সবকটি রাজ্য বিশেষত পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরায় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা। কারণ, ভারতের এই তিন রাজ্যে বাংলাদেশ থেকে যাওয়া আসা বেশি হয়।