Bangladesh: বর্ষা শেষে বাংলাদেশে ইলিশের বন্যা, ঢেউ আসছে এ বাংলায়

ইলিশের বন্যা। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। বাংলাদেশের (Bangladeah) বাজারে নেই ইলিশ সংকট। ক্রেতা- বিক্রেতার ভিড় বেড়েছে বাজারে। বরিশালে সবচেয়ে বড়ো মাছের মোকাম…

ইলিশের বন্যা। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। বাংলাদেশের (Bangladeah) বাজারে নেই ইলিশ সংকট। ক্রেতা- বিক্রেতার ভিড় বেড়েছে বাজারে। বরিশালে সবচেয়ে বড়ো মাছের মোকাম পোর্ট রোড মৎস অবতরণ কেন্দ্রে। সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম কেজিতে কমেছে ১০০-১৫০ টাকা। ১ কেজি ওজনের আগে ১৬৫০ টাকায় বিক্রি হচ্ছিল তবে বর্তমানে বিক্রি হচ্ছে ১৪০০ টাকায়‌। কমেছে অন্য মাছের দামও, তাতে খুশি ক্রেতারা।

একজন ক্রেতা এবিষয়ে বলেছেন, মাছের যোগান আছে দাম যদি আরও কমে তবে ভালোই হয়। আরও ক্রেতা বলেছেন, দাম আরও কমলে আমাদের সুবিধা হতো। বিক্রেতারা বলছেন, সাগরের পাশাপাশি নদীতে মাছ ধরা পড়ায় কমেছে দাম। দাম কমতে বেচাকেনা ভালো হচ্ছে।

পোর্টরোড মৎস অবতরণ কেন্দ্রের কোষাধ্যক্ষ, ইয়ার হোসেন শিকদার বলেছেন, আমাদের সব মিষ্টি জলের মাছ। লোকে কেনেও ভালো। পোর্টরোড মৎস অবতরণ কেন্দ্রের কর্মকর্তা বলেন, চলতি বছর ৪০ হাজার মেট্রিকটন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানায় মৎস বিভাগ। সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত এবছর বরিশাল জেলার মাছ উৎপাদন সাড়ে পাঁচ হাজার মেট্রিকটন হয়েছে। আশা করছি বাকি সময়ে লক্ষ্যমাত্রা পূরণ হবে। পোর্টরোড মৎস অবতরণ কেন্দ্রে ১৭০ টি আড়তে প্রতিদিন এক কোটি টাকার বেশি মাছ বেচা কেনা হয়।