পশ্চিমবঙ্গের নির্বাচনে মৃত্যু হলে বিশ্ব নীরব থাকে, বাংলাদেশের বিদেশমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

পশ্চিমবঙ্গের নির্বাচনে মৃত্যু হলে বিশ্ব নীরব থাকে আর বাংলাদেশের (Bangladesh) অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিরা কথা বলে মজা পান। এমনই বলেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল…

mamata-hasina

পশ্চিমবঙ্গের নির্বাচনে মৃত্যু হলে বিশ্ব নীরব থাকে আর বাংলাদেশের (Bangladesh) অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিরা কথা বলে মজা পান। এমনই বলেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ঢাকার রাজনীতি ক্রমে গরম হয়ে উঠছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমকে ভূমিকা নিতে হবে বলে আহ্বান জানান বিদেশমন্ত্রী।

বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, গণমাধ্যমে বিদেশিদের মন্তব্য অতিপ্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে অনেকে মজা পান। সিলেট শিল্পকলা একেডেমির অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। তিনি কটাক্ষ করে বলেন, বিদেশিরা নিজেদেরকে এদেশের সম্রাট মনে করেন।

   

এ কে আবদুল মোমেন আরও বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেল। একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কী করলো- সঙ্গে সঙ্গে চিৎকার। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ। যা জেনেভা কনভেশনের ধারে কাছেও নেই। পৃথিবীর আর কোথাও অ্যাকটিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ায় না বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। তিনি বলেন, তাদের দেশে যখন পুলিশ গলা টিপে মানুষকে হত্যা করে, গুলি মেরে হত্যা করে তখন তো বাংলাদেশের কোনও গণমাধ্যম তাদের এসব বিষয়ে প্রশ্ন করে না।

সম্প্রতি ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে ওই কেন্দ্রের নির্দল প্রার্থী তথা জনপ্রিয় ইউটিউবার হিরো আলমকে ভোট কেন্দ্রেই গণপিটুনি দেওয়া হয়েছিল। এই ছবি বিশ্ব জুড়ে বিতর্ক তৈরি করেছে। সমালোচিত আওয়ামী লীগ সরকার। অভিযোগ, হামলায় জড়িতরা আওয়ামী লীগের যুব ও ছাত্র শাখার কর্মী।

হিরো আলমের উপর হামলার ঘটনায় বাংলাদেশ সরকারকে সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের পরিচালনার বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রক। এতে আরও অস্বস্তিতে শেখ হাসিনাহাসিনা সরকার। সংসদে না থাকলেও কার্যত প্রধান বিরোধী দল বিএনপির দাবি, সর্বদলীয় সরকারের অধীনে ভোট হোক। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নেওয়া হবে না। বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন দেশের তরফে প্রতিনিধিরা সরকারপক্ষ ও বিরোধীদের সাথে ত্রমাগত আলোচনা চালিয়ে যাচ্ছে।