কোহলি রোহিতদের অবর্তমানে দায়িত্ব সামলাতে পারেন এই তিন তরুণ, বললেন জাফর

পোর্ট অব স্পেনে যখন সেঞ্চুরি করলেন বিরাট কোহলি, তখন, বিরাট কোহলিদের অবর্তমানে কারা দলের দায়িত্ব কাঁধে তুলতে পারে, এমন তিনটি নাম বললেন ওয়াসিম জাফর। ২০০৬…

পোর্ট অব স্পেনে যখন সেঞ্চুরি করলেন বিরাট কোহলি, তখন, বিরাট কোহলিদের অবর্তমানে কারা দলের দায়িত্ব কাঁধে তুলতে পারে, এমন তিনটি নাম বললেন ওয়াসিম জাফর। ২০০৬ এ চার টেস্টের একটি ক্যারিবিয়ান সমরে দ্বিশতক হাঁকিয়েছিলেন জাফর। জিও সিনেমার এক সাক্ষাৎকারে এ দিন বললেন যে কোহলি রোহিতের পরে দল সামলাতে পারেন শুভমন গিল এবং যশশ্বী জয়সওয়াল। নিলেন আরো একজনের নাম যাঁর এখনও আন্তর্জাতিক দোরগোড়া অবধি পৌঁছানো না হলেও দেরি বিশেষ নেই।

বর্তমানে ছোট বড়ো মিশিয়ে একটা দল তৈরির চেষ্টা করছে বিসিসিআই। মাঝে মাঝেই কাউকে না কাউকে বসিয়ে কোনো এক তরুন প্রতিভাকে আন্তর্জাতিক মঞ্চে মেলে ধরার চেষ্টা চলছে। যারা শুভমনের মতোন পারছে নিজের প্রমান করতে, তাঁরা রয়ে যাচ্ছেন। টি টোয়েন্টিতে এই ব্যাপারটা প্রবল ভাবে দেখা যাচ্ছে। কয়েক মাস ধরে টি-টোয়েন্টি দলে নামই নেই কোহলি রোহিতের। তরুণদের দিয়ে দল সাজিয়ে হার্দিক পান্ড্যের নেতৃত্বে পাঠানো হচ্ছে দেশ বিদেশে। আসন্ন বিশ্বকাপের আগেও যে আয়ারল্যান্ড সিরিজটি হডে, তাতেও দেখা হবে বেশ কয়েকজন তরুনদের। বড়োদের দিন ফুরোবে, ছোটোরা হাল না ধরলে কেমন করে চলে!

তবে তৃতীয় যে নামটি জাফর নেনে, তিনি আন্তর্জাতিক না খেললেও, যেখানেই যা খেলেছেন বা খেলছেন, তাতে আন্তর্জাতিক স্তরে একটি জায়গা তো দাবি করেই থাকেন! তিনি তামিলনাড়ুর সাই সুদর্শন। কিছুদিন আগে গুজরাট টাইটানসের হয়ে খেলছিলেন। ফাইনালে ৪৭ বলে অপরাজিত ৭৬ রানের একটি ইনিংস খেলেন, দুঃখের বিষয়, তাঁর দল জিততে পারেনি।

হয়তো সেই অপূর্ণ সেঞ্চুরিকে পূর্ণ করেন পাকিস্তান ‘এ’র বিরুদ্ধে। ২০২৩ উদীয়মান বিশ্বকাপের সেমিফাইনালে সেরকম ভাবে কিছু করতে না পারলেও বাকি ম্যাচে ধারাবাহিক ভাবে ভালো খেলেছেন তিনি। পাকিস্তান ‘এ’র বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শেষ বলে ছয় মেরে ম্যাচ জেতান তিনি, সাথে পূরণ করেন তাঁর সেঞ্চুরিও।

জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে জাফর এই বিষয়ে বলেন, ” এক তো অবশ্যই যশশ্বী জয়সওয়াল। আমি ওকে প্রত্যেক ফর্ম্যাটের প্লেয়ার হিসেবে দেখি। আইপিএলেও দারুণ খেলেছে, টেস্টের শুরুটাও ভালো করল। দ্বিতীয় হল শুভমন গিল। শুধু ব্যাটিংয়ের দিক থেকে দেখলে রোহিত শর্মা এবং বিরাট কোহলির পরে ভারতীয় ব্যাটিংকে অনেক এগিয়ে নিয়ে যাবে এরা দুজন।”

” আরেকজন যে আছে, ও হল সাই সুদর্শন। ওকে আমার খুব ভালো লাগে, বিশেষত আইপিএলে যেভাবে খেলল ছেলেটা। তাছাড়া পাকিস্তান ‘এ’র বিরুদ্ধেও সেঞ্চুরি করল ও। আমার মনে হয়, ভবিষ্যতে আরো ভালো খেলার সম্বাবনা রয়েছে ওর।”