Bangladesh: ভোটে জ্বলছে বাংলাদেশ, রামু বৌদ্ধ বিহারে আগুন, ঢাকেশ্বরী-শাহজালাল মাজারে নিরাপত্তা

বাংলাদেশের (Bangladesh) জাতীয় নির্বাচন বয়কট করার আহ্বান মূল বিরোধী শক্তি বিএনপি ও বিভিন্ন বিরোধী দলের টানা হরতাল চলছে। রবিবার ভোট। তার আগেই ভোট বয়কটের ডাক…

Bangladesh

বাংলাদেশের (Bangladesh) জাতীয় নির্বাচন বয়কট করার আহ্বান মূল বিরোধী শক্তি বিএনপি ও বিভিন্ন বিরোধী দলের টানা হরতাল চলছে। রবিবার ভোট। তার আগেই ভোট বয়কটের ডাক দিয়ে বিশাল বিশাল মিছিল চলছে। একের পর এক ভোট কেন্দ্রে হামলা শুরু। চলছে ভোট কেন্দ্র হিসেবে নির্ধারিত বিদ্যালয়গুলিতে আগুন ধরানো। রবিবার নির্বাচন। সরকারে থাকা আওয়ামী লীগ বনাম দলটির বিক্ষুব্ধ গোষ্ঠীর মূল লড়াই।

সেনা নামিয়ে সুষ্ঠু ভোট করানোর বার্তা দিলেও নির্বাচন কমিশন অসহায়। অগ্নিগর্ভ পরিস্থিতিতে তীব্র আতঙ্কে ভোটাররা। শনিবার যত বেলা গড়াতেই হরতাল ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। ঢাকা, রংপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী অর্থাত দেশটির সবকটি বিভাগেই চরম উত্তেজনা।

বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, রবিবার ভোটের দিন রক্তাক্ত পরিস্থিতি তৈরি হবে। তার আঁচ শুক্রবার ট্রেনে আগুন ধরিয়ে যাত্রীদের জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় স্পষ্ট। শুক্রবার রাতে ভারত সীমান্তের বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে আগুন ধরানো হয়। রাজধানী ঢাকা শহরেই ট্রেনে এই আগুন ধরায় দুষ্কৃতিরা। চার যাত্রী পুড়ে মৃত। আরও অনেকে দগ্ধ। আরও ট্রেন পোড়ানোর আশঙ্কায় বাংলাদেশ ভোটের দিন ট্রেন চলাচলের নিষেধাজ্ঞা জারি হয়েছে।

বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর, আগুন ধরানো হয় চট্টগ্রামের বিখ্যাত রামু বৌদ্ধ বিহারে। ওই ধর্মী়য় স্থানের বেশকিছু আসাবপত্র পুড়ে গেছে। তবে চটজলদি আগুন নেভানোয় কাঠের বৌদ্ধ স্তূপ আপাত রক্ষা পায়। রামুর বৌদ্ধ বিহারে আগেও ভয়াবহ নাশকতা হয়েছিল ২০১২ সালে। ধর্মীয় উস্কানিমূলক নাশকতার আশঙ্কায় বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির, ষাট গম্বুজ মসজিদ, হযরত শাহজালালের মাজার, বি়ভিন্ন চার্চ,রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে।