সাবধান হন। এমনই জানাচ্ছেন চিকিৎসকরা। কারণ, গবেষণায় উঠে এসেছে মারাত্মক সংক্রামক নিপা ভাইরাস (Nipah Virus) ছড়ায় বাদুড় থেকে। তাদের স্পর্শে আসা খেজুর রসের হাঁড়িতে ছড়িয়ে পড়ে সেই ভাইরাস। শীতের সকালে টাটকা খেজুর রস খেয়েছিল এক ছাত্র। পরে নিপা ভাইরাসে সংক্রমিত হয়ে তার মৃত্যু হয়েছে।
নিপা ভাইরাসে সংক্রমিত ছাত্রটিক নাম সিয়াম। সে বাংলাদেশি। তার বাড়়ি নাটোরের বাগাতিপাড়ায়। সে কাঁচা খেজুরের রস খাওয়ার পর নিপা ভাইরাসে আক্রান্ত হয়। বৃহস্পতিবার নাটোরের সিভিল সার্জন ডা. রোজি আরা খাতুন এ কথা জানান।
তিনি বলেন ওই ছাত্র কাঁচা খেজুরের রস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিল। তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।
নিপা ভাইরাস সংক্রমণের ঘটনা ভারতেও হয়েছে। কেরলে এই ভাইরাস সংক্রমণ হয়েছিল। গবেষকরা বলছেন বাদুড় ও রুগ্ন শূকর থেকে দূরে থাকা এবং অপরিশুদ্ধ খেজুর রস না পান করলে নিপা সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়।