HomeWorldBangladeshCyclone Mocha: জলস্তর বাড়ছে, বিকেলের মধ্যে মোকা পুরোপুরি বাংলাদেশের স্থলভাগে উঠবে

Cyclone Mocha: জলস্তর বাড়ছে, বিকেলের মধ্যে মোকা পুরোপুরি বাংলাদেশের স্থলভাগে উঠবে

চট্টগ্রামের উপকূল থেকে মায়ানমারের দিকে ঢুকবে সামুদ্রিক ঘূর্ণি মোচা

- Advertisement -

বাংলাদেশের (Bangladesh) উপকূলের উপর দিয়ে সামুদ্রিক ঘূর্ণি মোকা  (Mocha Cyclone)  যাওয়ার পথে তাণ্ডবের প্রমাণ রেখে যাচ্ছে।  ঢাকায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, মোকার মূল আঘাত মায়ানমারেই, বাংলাদেশের উপকূল ছুঁয়ে এই ঘূর্ণি চলে যাবে প্রতিবেশি দেশের রাখাইন রাজ্যে।

রবিবার বিকেলের মধ্যে এ ঝড় সাগর থেকে পুরোপুরি স্থলভাগে উঠে আসবে।মোকা বাংলাদেশের কক্সবাজার এবং উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করবে।

   

এদিকে মহা বিপদের মধ্যে থাকা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ সহ চট্টগ্রাম বিভাগের উপকূলে বাড়ছে সাগরের জলস্তর। প্রবল ফুঁসছে বঙ্গোপসাগর।

ঘূর্ণিঝড় মোকা স্থানীয় সময় বিকেল ৩টের দিকে কক্সবাজার ও উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া বিভাগ।অতি প্রবল এই ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে কক্সবাজারে ৭ শতাধিক আশ্রয়কেন্দ্রে ঢুকেছেন লক্ষাধিক মানুষ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular