Karnataka: শিব বনাম সিদ্দা- কর্নাটকের মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে দড়ি টানাটানি

বিজেপিকে হারিয়ে কর্ণাটকে (Karnataka) বিশাল জয় পেয়েছে কংগ্রেস। কর্ণাটকে ১৩৫ টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। বিশিষ্ট মহলের মতে, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এহেন জয় কংগ্রেসের অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়েছে।

Intense Power Struggle for Karnataka Chief Minister's Position

বিজেপিকে হারিয়ে কর্ণাটকে (Karnataka) বিশাল জয় পেয়েছে কংগ্রেস। কর্ণাটকে ১৩৫ টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। বিশিষ্ট মহলের মতে, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এহেন জয় কংগ্রেসের অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়েছে।

ফলে এবার প্রশ্ন উঠছে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, শিবকুমার নাকি সিদ্দারামাইয়া? এই দুজনই মুখ্যমন্ত্রীর পদের জন্য জোর দাবিদার। তবে ইতিমধ্যেই দুই নেতার সমর্থকরা দুই নেতার বাসভবনের বাইরে দুই জনের নামেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে পোস্টার টানিয়েছে।

   

আজ প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার সমর্থকরা বেঙ্গালুরুতে সিদ্দারামাইয়ার বাসভবনের বাইরে একটি পোস্টার লাগিয়েছে। ইতিমধ্যেই সিদ্দারামাইয়ার বাসভবনে উদযাপন শুরু করেছে তার সমর্থকরা। বেঙ্গালুরুতে কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার বাড়ির বাইরে উদযাপন চলছে।

আবার, কর্ণাটক কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারের সমর্থকরা বেঙ্গালুরুতে তাঁর বাসভবনের বাইরে একটি পোস্টার লাগিয়ে দিয়েছেন। যেখানে শিবকুমারকে রাজ্যের “মুখ্যমন্ত্রী” হিসাবে ঘোষণা করার দাবি জানানো হয়েছে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।

সূত্রের খবর, আজ জয়ী বিধায়কদের নিয়ে বেঙ্গালুরুতে বৈঠক করবেন কংগ্রেস নেতৃত্বরা। জানা যাচ্ছে, সেখানেই ঠিক করা হবে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম।