Bangladesh: আইলা রে নয়া দামান…! ইছামতির তীরে বিশ্বের একমাত্র জামাই মেলা, রকমারি মাছের চমক

‘ও দামান বও দামান বও…’ সিলেটের স্থানীয় ভাষার এই গানের মানে হলো ও জামাই বসো, একটু বসো। তবে জামাই নিয়ে জনপ্রিয় গান সিলেট (শ্রীহট্ট) থেকে…

‘ও দামান বও দামান বও…’ সিলেটের স্থানীয় ভাষার এই গানের মানে হলো ও জামাই বসো, একটু বসো। তবে জামাই নিয়ে জনপ্রিয় গান সিলেট (শ্রীহট্ট) থেকে যতই বিশ্ব জুড়ে ভাইরাল হোক, বগুড়ার রকম সকম আলাদা। এখানেই বসে বিশ্বের একমাত্র জামাই মেলা। আসলে বাংলাদেশের (Bangladesh) গ্রাম্য মেলা মাছ ব্যবসার এক অত্যাশ্চর্য পদ্ধতি। জামাই মেলায় যাবেন?  লিখলেন সৌমিতা পাল

ইছামতি নদীর ধারে এই মেলায় নতুন জামাইদের জন্য বাধ্যতামূলক শর্ত- বিশাল মাছ কেনা। সেই মাছ নিয়ে শ্বশুরবাড়িতে যেতে হবে। বাংলাদেশের এমন জামাই মেলা আর কোথাও দেখা যাবে না।

এই ঐতিহ্যবাহী জামাই মেলা ৪৫০ বছরের পুরাতন। বগুড়া জেলা সদরের ১১ কিলোমিটার পূর্বে গাবতলি উপজেলায় পোড়াদহে বসে একদিনের ঐতিহ্যবাহী এই মেলা। দূরদূরান্ত থেকে মিলন মেলায় আসেন প্রচুর লোক। মেলাটি সন্ন্যাসী পুজোর মেলা নামে পরিচিতি পেলেও, জামাই মেলা নামে বেশি খ্যাত। মাঘ মাসে হয় এই মেলা। দিনব্যাপী এই মেলার বিশাল আকর্ষণ বিশাল আকৃতির মাছ কেনা বেচা।

বড়ো‌ বড়ো মাছ নিয়ে বগড়ার গাবতলিতে বসে বিশাল মাছের মেলা। প্রতিবছর মাঘের শেষ বুধবার পোড়াদহে বসে মাছের এই মেলাটি। নদীর রুই কাতলা সহ আরও বিভিন্ন প্রজাতির মাছ আসে এই মেলাতে। প্রায় ১৪-১৫ টি আড়ত মাছ নিয়ে মেলায় বসে। মেলাতে প্রায় ১ লক্ষ মনের মতো মাছ আমদানি হয়। লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটে। কোটি কোটি টাকার কেনাবেচা হয় এই মেলায়। মাছের মেলা বা জামাই মেলার সময়ে আশেপাশের গ্রামে জামাইদের সমাগম ঘটে। জামাই মেলার বড় বড় মাছ দিয়ে চলে জামাই অ্যাপায়ন।

জামাইরা মেলায় এসে বড় বড় মাছ, মিষ্টি কিনতে যান। জানা যাচ্ছে জামাই মেলা থেকে বড়ো মাছ কেনার প্রথা আছে জামাইদের। এখন ছোট ছোট আকারে অনেক জায়গায় বসে মেলা। আগে একটা বড়ো মেলা বসত। মেলার সার্বিক নিরাপত্তায় কাজ করে প্রশাসন‌। দেশ বিদেশের বহু লোক এই মেলা পরিদর্শনে আসেন। এই মেলায় বড়ো বড়ো মাছের পাশাপাশি মেলায় আগতদের বিনোদনের জন্য রাখা হয় সার্কাস, পালা গানের ব্যবস্থা।