Hero Alom: নন্দীগ্রাম থেকে কংগ্রেস সমর্থনে ভোট প্রার্থী হিরো আলম

জনপ্রিয় ইউটিউবার হিরো আলম (Hero Alom) নন্দীগ্রাম থেকে কংগ্রেস সমর্থিত প্রার্থী! তিনি ভোটে নামছেন। হিরো আলম ভোটে লড়াই করতে নির্বাচন কমিশনে গেছিলেন। তার পক্ষেই রায়…

জনপ্রিয় ইউটিউবার হিরো আলম (Hero Alom) নন্দীগ্রাম থেকে কংগ্রেস সমর্থিত প্রার্থী! তিনি ভোটে নামছেন। হিরো আলম ভোটে লড়াই করতে নির্বাচন কমিশনে গেছিলেন। তার পক্ষেই রায় গেল। এই রায়ের ফলে হিরো আলম লড়াই করবেন নন্দীগ্রাম আসন থেকে। নিজেই সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রবল আলোড়ন।

হিরো আলনের পরিচিতি বিশ্বজোড়া। তার কৌতুক অভিনয় সামাজিক মাধ্যমে জনপ্রিয়। বাংলাদেশি ইউটিউবার হিরো আলম পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসমের বাংলাভাষী অঞ্চল বরাক উপত্যকাতেও বিশেষ জনপ্রিয়। তিনি ভোটে নামছেন কংগ্রেসের সমর্থনে তাও আবার নন্দীগ্রাম থেকে! এমনই বার্তায় সামাজিক মাধ্যম আলোড়িত হয়ে যায়। কী করে একজন বাংলাদেশের ব্যক্তি ভারতে ভোট প্রার্থী হতে পারেন এমন প্রশ্ন উঠতে শুরু করে। আসলে এই বিতর্কের কারণ,হিরো আলমের মন্তব্য। তিনি বলেছেন নন্দীগ্রাম আসনে কংগ্রেস আমাকে সমর্থন করেছে।

বাংলাদেশি হিরো আলমের মন্তব্য সামাজিক মাধ্যমে পশ্চিমবঙ্গে শোরগোল তৈরি করে। নন্দীগ্রাম এ রাজ্যের বিধানসভা কেন্দ্র। জমি বিতর্কে গত বাম জমানায় রক্তাক্ত হয়েছিল। এলাকাটিতে গত নির্বাচনে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হন। নন্দীগ্রামের জনপ্রতিনিধি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অথচ হিরো আলম সরাসরি বলেছেন তিনি নন্দীগ্রাম থেকে প্রার্থী!

হিরো আলম ভুল কিছু বলেননি। তিনি বাংলাদেশে জাতীয় নির্বাচনেওয়া বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে বাংলাদেশ কংগ্রেসের জোটভুক্ত গণঅধিকার পার্টি মনোনীত প্রার্থী। তার এই কেন্দ্রে মনোনয়ন বাতিল নিয়ে বিতর্ক ছিল। আদালতে গিয়ে প্রার্থী পদ ফিরে পান তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেছেন নন্দীগ্রাম থেকে লড়াই করব।

ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্রের বৈধতা ফেরতের আপিল মঞ্জুর করে রায় দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে একাধিকবার বাংলাদেশের ভোটে তিনি লড়াই করেছেন । আক্রান্ত হয়েছেন। তার উপর হামলায় জড়িত ছিল শাসকদল আওয়ামী লীগ। এই হামলার জেরে বিশ্বজুড়ে একাধিক মানবাধিকার সংগঠন ক্ষোভ জানিয়েছিল। চরম অস্বস্তিতে পড়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।