Bangladesh: ‘পরের ঘরে মাতব্বরি করবেন না’ মোদীকে হঁশিয়ারি বাংলাদেশি হিন্দু নেতা গয়েশ্বরের

ভারত সরকার ও দেশটির প্রধানমন্ত্রী মোদীকে ইঙ্গিতপূর্ণ হূঁশিয়ারি দিলেন বাংলাদেশের (Bangladesh) অন্যতম সংখ্যালঘু ‘হিন্দু’ নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, নিজের ঘর সামলান, পরের ঘর…

ভারত সরকার ও দেশটির প্রধানমন্ত্রী মোদীকে ইঙ্গিতপূর্ণ হূঁশিয়ারি দিলেন বাংলাদেশের (Bangladesh) অন্যতম সংখ্যালঘু ‘হিন্দু’ নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, নিজের ঘর সামলান, পরের ঘর নিয়ে মাতব্বরি করবেন না। উল্লেখ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শীর্ষ নেতা গয়েশ্বর রায় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ ঘনিষ্ঠ।

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনে ভারত কূটনৈতিক প্রভাব খাটিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসানোর উদ্যোগ নিয়েছে বলে বিরোধী দলগুলির অভিযোগ। আরও অভিযোগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল। মূল বিরোধী দল হিসেবে চিহ্নিত  বিএনপির দাবি, কোনওভাবেই বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে ভোটে নামব না। চাই তত্ত্বাবধায়ক সরকার।

দলীয় জনসভা থেকে বিএনপির শীর্ষ নেতা গয়েশ্বর চন্দ্র রায় ভারতকে উদ্দেশ করে বলেন, আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান না নিয়ে নিজেদের ঘর সামাল দিন। পরের ঘরের মাতবরি করা থামিয়ে দিন। ১৮ কোটি মানুষ যেখানে আছে সেখানে কারোর মাতবরি টিকে না শেখ হাসিনার টিকে থাকার জন্য।

গয়েশ্বরবাবু বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না। তার অধীনে আমরা কোনও নির্বাচনে অংশ নেব না। আমাদের অধিকার গণতান্ত্রিক অধিকার আমাদের উদ্ধার করে প্রতিষ্ঠা করতে হবে। ভারত যদি আবার ২০১৪ সালের মতো, ২০১৮ সালের মতো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায়। চ্যালেঞ্জ এদেশের ১৮ কোটি জনগণ এবার ছাড়বে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাংলাদেশের অন্যতম সংখ্যালঘু নেতা। বিএনপির সাথে যখন জামাত ইসলামির নির্বাচনী জোট ছিল তখনও গয়েশ্বরবাবুর মন্তব্য বিতর্ক তৈরি করেছে। এবারের ভোটে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীন ভোটের দাবিতে অনড়। তবে নির্বাচন বয়কট করলে দলীয় নেতা কর্মীদের মনোবল ভাঙবে বলে মনে করছেন বিএনপির বেশিরভাগ নেতারা। এ বিষয়ে শীর্ষ নেত্রী খালেদা জিয়ার সাথে আলোচনা হবে বলে জানা যাচ্ছে।