Bangladesh: অমর ২১ বইমেলায় জঙ্গি হামলার হুমকি, ভয়হীন ক্রেতার বই কিনতে ভিড়

82
Ekushey Book Fair
Advertisements

বোমা হামলার হুমকি উড়িয়ে বই কেনার ভিড়! বাংলাদেশে (Bangladesh) অমর ২১ গ্রন্থমেলায় জঙ্গি নাশকতার হুমকি চিঠির পর এমনই ছবি ধরা পড়ল। শুক্রবার মেলার শেষ দিন। লাইন দিয়ে ক্রেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে আসছেন। বইমেলা কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে হামলার হুঁশিয়ারি দিয়েছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। এই সংগঠনটির পুরনো নাম আনসারুল্লাহ বাংলা টিএম (এবিটি)। বাংলাদেশি জঙ্গি সংগঠনটি তাদের পুরনো নামে পশ্চিমবঙ্গে সক্রিয়।

জঙ্গি হামলার হুমকির কোনও প্রভাব পড়েনি শুক্রবার অমর ২১ বইমেলায়। সকাল থেকেই টিএসসি, রমনা কালী মন্দির ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের গেট দিয়ে মেলায় ঢোকার লম্বা লাইন দেখা গেছে। 

Advertisements

অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মহম্মদ নুরুল হুদাকে চিঠি পাঠায় জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। বৃহস্পতিবার ডাকযোগে বাংলা একাডেমির অফিসে এই হুমকি চিঠি পাঠানো হয়। তড়িঘড়ি শাহবাগ থানায় যোগাযোগ করেন বাংলা একাডেমির মহাপরিচালক।

Advertisements

অভিযোগপত্রে লেখা হয়, আনসার আল ইসলামের মাওলানা মহ সাইদুল ইসলাম স্বাক্ষরিত বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর প্রেরিত এক পত্রে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আতঙ্কের। এমতাবস্থায় বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা প্রয়োজন।

হুমকির পরই ঢাকা বিশ্ববিদ্যালয় ও বইমেলা জুড়ে বিশেষ পরীক্ষা ও তল্লাশির ব্যবস্থা করা হয়। ঢাকা মহানগর পুলিশের নিরাপত্তা বলয় আরও মজবুত করা হয়েছে।

Advertisements