পঞ্চম বিয়ে ভাঙল পরীমনির? তোলপাড় সোশ্যাল মিডিয়া!

Shamsunnahar Smrity, known by her stage name Porimoni,

বছরের শেষদিনে সোশ্যাল মিডিয়ায় জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধুই বাংলাদেশের নায়িকা পরীমনি ( Parimani)! পঞ্চম স্বামী শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য সম্পর্কে ইতি টানলেন ঢালিউডের সবচেয়ে বিতর্কিত নায়িকা? এই প্রশ্নই এখন সবার মনে। শুক্রবার মধ্যরাতে সংসার ভাঙার ইঙ্গিত দিয়ে একটি ফেসবুক পোস্ট করেন পরীমণি। যদিও সেটি পরীমনির ভ্যারিফায়েড ফেসবুক পেজ নয়, ব্যক্তিগত অ্যাকাউন্ট, এমনটাই দাবি করছে বাংলাদেশের সংবাদমাধ্যম।

Advertisements

পরীমনির অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’

এমনই চাঞ্চল্যকর পোস্ট করা হয়েছে পরীমনি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে। এই সম্পর্কে বিস্তারিত জানতে পরীমনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও নায়িকার উত্তর পাওয়া যায়নি। তাঁর স্বামী শরীফুল রাজের ফোনও বন্ধ বলেই খবর।

পরীমনির ওই পোস্টে অভিনেত্রী এলিনা শাম্মী, সঙ্গীতশিল্পী সইফ শুভ-সহ অনেকেই মন্তব্য করেছেন। এলিনা লেখেন, ‘মাথা ঠান্ডা রাখো বোন… আরেকটু ভেবে দেখার সুযোগ থাকলে, একটু ভাবো, তোমার রাজ্য র জন্য হলেও’। তবে অনেকেই পরীমনির লেখা শেষ লাইনের প্রশংসা করে লেখেন, ‘সত্যি, জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’

Advertisements

গত মাসেই পরীমনি ও রাজের সম্পর্কের তিক্ততা প্রথম সামনে আসে। তাঁর স্বামী শরীফুল রাজের বিরুদ্ধে পরকীয়া সম্পর্কে জড়ানোর অভিযোগ এনেছিলেন পরীমনি। এর পরে স্বামীর সঙ্গে ফের মিটমাট হয়ে যায় পরীমনির। কিন্তু দিন কয়েক যেতে না যেতেই ফের বিস্ফোরক ফেসবুক পোস্ট পরীমনির।

চলতি বছরে পরীমনি অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন, পাশাপাশি একই দিনে জানান ২০২১ সালের অক্টোবর মাসেই ‘গুনিন’ ছবির শ্যুটিং সেটে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে গোপনে বিয়ে করেছেন তিনি। একেই সঙ্গে পরীমনির বিয়ে এবং সন্তানসম্ভবা হওয়ার খবর সেইসময় আগুনের মতো ছড়িয়ে পড়েছিল।

মাত্র সাতদিনের পরিচয়েই শরীফুলকে বিয়ে করেছিলেন নায়িকা। কিন্তু আচমকা হলটা কী? এই প্রশ্নের উত্তর এখন তাড়া করে বেড়াচ্ছে পরীমনি ভক্তদের।