মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ

চাকরি প্রার্থীদের প্রবল বিক্ষোভে কাঁপছে বিজেপির সরকার। ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রীর বাসভবন ঘিরে রেখেছেন হাজার খানেক চাকরি প্রার্থী। নিরাপত্তারক্ষীরা তৈরি করেছেন বিশেষ বলয়। বছরের শেষ দিনে…

Protest movement at Tripura Chief Minister's house demanding jobs

চাকরি প্রার্থীদের প্রবল বিক্ষোভে কাঁপছে বিজেপির সরকার। ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রীর বাসভবন ঘিরে রেখেছেন হাজার খানেক চাকরি প্রার্থী। নিরাপত্তারক্ষীরা তৈরি করেছেন বিশেষ বলয়। বছরের শেষ দিনে গরম আগরতলা। অভিযোগ, এ রাজ্যে বিধানসভা ভোটের আগে দুর্নীতি ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে প্রতিশ্রুতি দিয়ে সরকার গড়লেও কিছুই করেনি বিজেপি।

বিক্ষোভকারীদের দাবি, সরকারের মেয়াদ শেষ হতে চলেছে। ফের ভোট আসছে। গতবার যে প্রতিশ্রতি দিয়ে সরকার গড়ে বিজেপি-আইপিএফটি জোট, সেই ঘরে ঘরে চাকরির ‘ভিশন ডকুমেন্ট’ প্রতিশ্রতির কিছুই করে উঠতে পারেনি বিজেপির সরকার।

পশ্চিমবঙ্গের মতো বাংলাভাষী প্রধান রাজ্য ত্রিপুরায় চলছে চাকরি প্রার্থীদের প্রবল ক্ষোভ। অভিযোগের নিরিখে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস ও ত্রিপুরার শাসক বিজেপি একই অবস্থানে বলে জানাচ্ছেন বিক্ষোভকারীরা।

ত্রিপুরায় গত বিধানসভা ভোটে সে রাজ্যে গত পঁচিশ বছরের বামফ্রন্ট শাসন শেষ হয়। সরকার পরিবর্তনের পর থেকে সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ। রাজনৈতিক হামলায় বারবার বিতর্কের মুখে পড়ে বিজেপি শেষ পর্যন্ত মু়খ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব দেবকে সরিয়ে দেয়। বর্তমান মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। তিনি বারবার নিয়োগ সংক্রান্ত বার্তা দিলেও কিছুই হয়নি বলে জানাচ্ছেন বিক্ষোভকারীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা মানিক সরকার জানিয়েছেন, সরকার পরিবর্তন হবেই। নিয়োগ দিতে পারে একমাত্র বামফ্রন্ট।