Cyclone Michaung: মিগজাউম তাণ্ডবের মাঝে সাগর থেকে কুমির হানা, চেন্নাই তছনছ

এ যেন সেই পূর্ব বর্ধমানের কাটোয়ার মতো ঘটনা। চেন্নাইয়ের রাস্তায় ঘুরছে বিশাল কুমির। মিগজাউম তাণ্ডবে (Cyclone Michaung) তামিলনাডুর রাজধানী শহর জনমানবহীন। প্রবল দুর্যোগ চলছে। তার…

Crocodile, Cyclone Michaung impact

এ যেন সেই পূর্ব বর্ধমানের কাটোয়ার মতো ঘটনা। চেন্নাইয়ের রাস্তায় ঘুরছে বিশাল কুমির। মিগজাউম তাণ্ডবে (Cyclone Michaung) তামিলনাডুর রাজধানী শহর জনমানবহীন। প্রবল দুর্যোগ চলছে। তার মাঝে কুমির ঘুরতে দেখেন কয়েকজন। কুমিরটা এদিক ওদিক ঘুরছে। বিরাট এই উভচর প্রাণী ভয়ঙ্কর মাংসাশী। তেমনই আক্রমনাত্মক। যে কোনও সময় একজন মানুষকে গিলে খেয়ে নিতে পারে। তেমনই কুমির ঘুরছে।

তামিলনাড়ুর বন বিভাগ প্রবল বৃষ্টির মধ্যে চেন্নাইয়ের একটি রাস্তায় একটি কুমির ঘুরছে এমন সতর্কতা দেয়। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব সুপ্রিয়া সাহু সোমবার কুমিরের একটি ভিডিও শেয়ার করেছেন। জানা গেছে এটি মূলত ‘সান নিউজ’ প্রথমে পোস্ট করেছিল। ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা যাচ্ছে একটি বিশালাকার কুমির চেন্নাইয়ের ভেলাম্মাল নিউ জেন স্কুলের কাছে রাস্তা পার হচ্ছে। গাড়িতে বসে থাকা একজন যাত্রী ভিডিওটিতে তুলেছেন। দেখা যাচ্ছে যে রাস্তার উপর বিশাল কুমির হাঁটছে।

   

তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশ উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় মিগজাউম রাতে সরাসরি আছড়ে পড়বে। রবিবার রাত থেকেই চেন্নাইতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

আবহাওয়া বিভাগ (আইএমডি) পূর্বাভাস দিয়েছে যে চেন্নাই এবং এর পার্শ্ববর্তী জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টার মধ্যে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হবে। প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে চেন্নাই বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে এবং অনেক ফ্লাইটের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।