ED Raid: ইডি গ্রেফতার করলেই ইনি হবেন মুখ্যমন্ত্রী

বাঘে ছুঁলে ১৮ ঘা আর ইডি ছুঁলে? এ হিসেব কারোর জানা নেই। তবে একটি হিসেব স্পষ্ট মুখ্যমন্ত্রীর মুখ বদল হতে চলেছে। পরিস্থিতি মাথায় রেখে সবরকম…

Kalpana Soren

বাঘে ছুঁলে ১৮ ঘা আর ইডি ছুঁলে? এ হিসেব কারোর জানা নেই। তবে একটি হিসেব স্পষ্ট মুখ্যমন্ত্রীর মুখ বদল হতে চলেছে। পরিস্থিতি মাথায় রেখে সবরকম সম্ভাবনা খোলা রেখেছে ঝাড়খণ্ডের সরকার।

সূত্রের খবর, টানা ৩০ ঘণ্টা নিখোঁজ থাকার পর অবশেষে রাঁচিতে ফিরে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির মামলায় তদন্ত করছে ইডি। আজই দিল্লিতে হেমন্তর বহু মূল্যবান গাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি। এরপরই তিনি রাঁচি ফিরে বৈঠক করেন। তাঁর স্ত্রী কল্পনা সোরেনকে মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে সম্ভাবনা বাড়ছে।

বছর ৪৮ এর কল্পনা আদতে ওড়িশার বাসিন্দা। তবে তিনি রাঁচিতে পড়েছেন। হেমন্ত সোরেনের সাথে বিয়ের পরেও তিনি খুব একটা রাজনৈতিক বিষয়ে সামনে ছিলেন না। তবে জমি কেলেঙ্কারি ইস্যুতে ইডি নজরে হেমন্ত সোরেন। এরপর থেকে কল্পনার নাম রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আলোচিত হচ্ছে।

হেমন্ত সোরেনের আহ্বানে শাসক জোটের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং আরজেডি-র বিধায়করা মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন। সেখানে হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনাকেও দেখা গিয়েছে। বলা হচ্ছে ইডির অবস্থান বিবেচনা করে জেএমএম আশঙ্কা করছে যে 31 জানুয়ারি জিজ্ঞাসাবাদের সময় সোরেনকে গ্রেপ্তার করা হতে পারে। জেরায় হাজির হওয়ার আগেই প্ল্যান ‘বি’ বাস্তবায়িত করতে চান হেমন্ত সোরেন। সেই পরিকল্পনা হলো স্ত্রীকে মুখ্যমন্ত্রী করা। ঠিক যেমন পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জড়িয়ে করেছিলেন বিহারের ততকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। স্ত্রী রাবড়ি দেবী হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখন বিহার ছিল অখণ্ড। পরে বিহার কেটে ঝাড়খণ্ড তৈরি হয়। সে রাজ্যেও একই ঘটনার পুনরাবৃত্তি? রাঁচি ও পাটনায় ঘুরছে এই প্রশ্ন।