Bangladesh: আইন ঠাণ্ডা ঘরে! হাতির ভয় দেখিয়ে তোলা আদায় বাংলাদেশে, চলছে প্রতিবাদ

বন্যপ্রাণ সংরক্ষণ আইনকে ঠাণ্ডা ঘরে পাঠিয়ে হাতি নিয়ে বাজারে ও ভিড় এলাকায় চলছে চাঁদাবাজি ও তোলা আদায় চলছে বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকায়। অভিযোগ, বিশাল হাতি…

Bangladesh: আইন ঠাণ্ডা ঘরে! হাতির ভয় দেখিয়ে তোলা আদায় বাংলাদেশে, চলছে প্রতিবাদ

বন্যপ্রাণ সংরক্ষণ আইনকে ঠাণ্ডা ঘরে পাঠিয়ে হাতি নিয়ে বাজারে ও ভিড় এলাকায় চলছে চাঁদাবাজি ও তোলা আদায় চলছে বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকায়।

অভিযোগ, বিশাল হাতি দোকানের সামনে দাঁড় করাচ্ছে কিছু মাহুত। টাকা না দিলে হাতি দিয়ে দোকান ভাঙার ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। আরও অভিযোগ, হাতিদের উপর চলছে অত্যাচার।

হাতি নিয়ে তোলাবাজির বিরুদ্ধে সরব বাংলাদেশবাসী। “হাতি হত্যা। হাতির চাঁদাবাজি আর নয়। অবলা অসহায় প্রাণীদের সাথে আমরা আছি সবসময়। প্রাণীকল্যাণ, প্রাণীরক্ষা আইন নিশ্চিত করণ চাই। একটি সুস্থ সমৃদ্ধ নগর, সমৃদ্ধ বন এবং একটি সমৃদ্ধ দেশ চাই।” এমনই দাবি নিয়ে শুরু হয়েছে প্রতিবাদ।

অভিযোগ, বাংলাদেশ বনদফতর কর্মী ও পুলিশের সামনে চলছে হাতি নিয়ে দোকানে দোকানে তোলাবাজি। হাতির পিঠে মাহুতের ইশারায় বিভিন্ন দোকান ১০০ টাকা পর্যন্ত আদায় করছে হাতি। যতক্ষণ পর্যন্ত শুঁড়ের মাথায় টাকা গুঁজে না দেওয়া হবে ততক্ষণ হাতি স্থান ত্যাগ করে না। টাকা না পেলে প্রশিক্ষিত হাতি হুংকার ছাড়ে।

Advertisements

গত বুধবার ঢাকার উত্তরায় ট্রেনের ধাক্কায় এমনই এক হাতির মৃত্যু হয়। এই হাতির মৃত্যুকে কেন্দ্র করে হাতির চাঁদাবাজি নিয়ে বিতর্ক চলছে। হাতির উপর অত্যাচার চলছে বলে ঢাকার বন ভবনের সামনে হয় প্রতিবাদ।

বিতর্ক চরমে। হাতি বিতর্কে জেরবার ঢাকা মহানগর পুলিশ। হাতি নিয়ে তোলা আদায়ের বিরুদ্ধে বনপ্যাণ আইন প্রয়োগ করে তদন্ত চলছে বলে জানানো হয়।