Sheikh Hasina: অবসরের ইঙ্গিত শেখ হাসিনার, জানালেন কী করতে চান

Bangladesh PM Sheikh Hasina

সদ্য ১২তম জাতীয় নির্বাচনে টানা চারবার বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী হয়ে বিশ্বে নজির গড়েছেন (Sheikh Hasina) শেখ হাসিনা। নির্বাচনে জয় ও সরকার গঠনের পর শনিবার তিনি নিজের সংসদীয় ক্ষেত্র গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পরিদর্শন করেন। এখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নবগঠিত বাংলাদেশ মন্ত্রিসভার প্রথম অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এখানেই সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা নিজের অবসরের বিষয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, বুড়ো হয়ে যাচ্ছি কতদিন আর সচল থাকব। আমার বেশি অ্যাম্বিশন নাই। আমি টুঙ্গিপাড়া আসব ভ্যানে করে ঘুরে বেড়াব। আমার গাড়িও লাগবে না। একেক বাড়ি যাব আর খাওয়া দাওয়া করব।

   

শেখ হাসিনা কৌতুকের সাথে এমন বললেও আলোচনা তীব্র। মনে করা হচ্ছে তিনি অবসরের একটি ইঙ্গিত তাঁর দল আওয়ামী লীগকে দিয়ে রাখলেন। তবে এর আগেও তিনি দলীয় নেত্রী হিসেবে অবসর নিতে চেয়েছিলেন। তাঁর দাবি দলীয় শীর্ষ নেতৃত্ব একযোগে নাকচ করে দেন। এবার শেখ হাসিনা ফের অবসর বার্তা দিলেন।

শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার নিজের বাড়িতে মন্ত্রিসভার একটি বৈঠকে অংশ নেন। তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

৭৬ বছরের শেখ হাসিনা বিশ্বে একমাত্র মহিলা যিনি একটানা ৪ বার প্রধানমন্ত্রী হয়েছেন। এবারের বাংলাদেশ জাতীয় নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, দেশটির গণতান্ত্রিক ব্যবস্থা সেরকম নেই। তবে শেখ হাসিনা ও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রশ্ন, ভোটে অংশ কেন নেয়নি বিরোধীরা? তাদের টেনে আনা সরকারে থাকা দলের দায় নয়। বাংলাদেশের জাতীয় সংসদে এবার ৬০টি আসন পেয়ে বিরোধীপক্ষ নির্দলরা। তবে তাদের বেশিরভাগই আওয়ামী লীগের বিক্ষুব্ধ। ভোটে টিকিট না পেয়ে নির্দল হয়েছিলেন। দেশটির মূল সংগঠিত বিরোধী শক্তি বিএনপি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ভোট বয়কট করে। আর গত সংসদে খাতায় কলমে বিরোধী দল বলে চিহ্নিত জাতীয় পার্টি এবার সরকারের সাথে সমঝোতা করে ১১টি আসন পেয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন