Transfer window: হায়দরাবাদ থেকে ছাড়া হল লোনে, কোথায় চললেন ইয়াসির?

গত ১লা জানুয়ারি থেকে খুলে গিয়েছে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডো (Transfer window)। সেটি কাজে লাগিয়েই নিজেদের সমস্ত ভুলভ্রান্তি শুধরে নিতে চাইছে ফুটবল ক্লাব গুলি। এক্ষেত্রে…

mohammad yasir

গত ১লা জানুয়ারি থেকে খুলে গিয়েছে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডো (Transfer window)। সেটি কাজে লাগিয়েই নিজেদের সমস্ত ভুলভ্রান্তি শুধরে নিতে চাইছে ফুটবল ক্লাব গুলি। এক্ষেত্রে যথেষ্ট সক্রিয় থেকেছে কলকাতা ময়দানে দুই প্রধান তথা মোহনবাগান সুপারজায়ান্টস এবং ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। বারংবার তাদের নজর গিয়ে পড়েছে একবারের আইএসএল চ্যাম্পিয়ন ক্লাব হায়দরাবাদ এফসির (Hyderabad FC) দিকে।

নিজেদের রক্ষণভাগকে শক্তিশালী করতে চিংলেসানা সিংকে টানার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছিল মোহনবাগান। সেইমতো কথাবার্তাও এগিয়ে যায় অনেক দূর। তবে পরবর্তীতে এই তারকা ফুটবলাকে দলে টানার জন্য এগিয়ে আসে বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মত ক্লাবগুলি। যার দরুন সানার মোহনবাগানে আসা একপ্রকার অনিশ্চিত হয়ে পড়ে।

   

তাই বিকল্প হিসেবে প্রতিপক্ষের একাধিক ফুটবলারদের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের। অন্যদিকে, নিজেদের আরো শক্তিশালী করে তুলতে দাপুটে ফরোয়ার্ড খুঁজছে ইস্টবেঙ্গল। এসবের মাঝেই এবার আসরে নামল এফসি গোয়া। গত ফুটবল মরশুমে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি এই ফুটবল দলের। তবে নতুন মরশুমে হায়দরাবাদ এফসির বিদায় কোচ মানালো মার্কেজের হাত ধরে নতুন করে সেজে উঠে এফসি গোয়া। বর্তমানে লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে এই ফুটবল দল। পুরনো সমস্ত হতাশা ভুলে এবারের লিগলিল্ড জয় করাই অন্যতম লক্ষ্য তাদের। তবে নিজেদের মাঝমাঠকে আরো শক্তিশালী করে তুলতে তারা দলে নিল মহম্মদ ইয়াসিরকে।

উল্লেখ্য নতুন মরশুমের শুরুতে হায়দরাবাদ দলেই ছিলেন ইয়াসির। তবে এবার এই চলতি মরশুমে লোনের মাধ্যমে তাকে এফসি গোয়াতে ছাড়া সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। যার দরুন এই মরশুমের বাকি ম্যাচগুলি তিনি খেলবেন এফসি গোয়ার জার্সিতে। তার আগমনে দল যে আরো বাড়তি অ্যাডভান্টেজ পাবে তা কিন্তু বলার অপেক্ষায় রাখে না।