Mohun Bagan: সোমবার থেকে সবুজ-মেরুনের দায়িত্বে থাকছেন হাবাস? জানুন

চলতি ফুটবল মরশুমের শুরুটা যথেষ্ট প্রশংসনীয় থাকলেও সময়ের এগোনোর সাথে সাথে ছন্দ হারাতে থাকে মোহনবাগান (Mohun Bagan )। যার দরুন একটা সময় আইএসএল পয়েন্ট টেবিলের…

Antonio Lopez Habas

চলতি ফুটবল মরশুমের শুরুটা যথেষ্ট প্রশংসনীয় থাকলেও সময়ের এগোনোর সাথে সাথে ছন্দ হারাতে থাকে মোহনবাগান (Mohun Bagan )। যার দরুন একটা সময় আইএসএল পয়েন্ট টেবিলের শীর্ষে স্থান করে নিলেও পরবর্তীতে এই লড়াইয়ে কিছুটা হলেও ব্যাকফুটে চলে আসে সবুজ-মেরুন ব্রিগেড।  বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের পাঁচ নম্বরে নেমে এসেছে কলকাতা ময়দানের এই প্রধান।

১০ ম্যাচ খেলে তাদের সংগ্রহে রয়েছে মোট ১৯ পয়েন্ট। শুরুটা অনবদ্য ভাবে করলেও পরবর্তীতে মুম্বাই সিটি এফসি থেকে এফসি গোয়া হোক কিংবা ইভান ভুকমানোভিচের কেরালা সব ক্ষেত্রেই ধরাশায়ী হতে হয়েছে গতবারের আইএসএল জয়ীদের। যারফলে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসতে শুরু করে বাগান সমর্থকদের একটা বিরাট অংশ। গো ব্যাক স্লোগান ও শুনতে হয় দলের কোচকে‌।

   

এমন পরিস্থিতিতে দলের স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দোকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। মরশুমের মাঝ পথেই তাকে ছাঁটাই করা হয় ক্লাব থেকে। তার বদলে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় দলের টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্তোনিও লোপেজ হাবাসের হাতে। তবে স্প্যানিশ হাইপ্রোফাইল এর হাতে দলের দায়িত্ব কোন নতুন বিষয় নয়। পূর্বে একাধিকবার তার হাত ধরেই চ্যাম্পিয়ন হয়েছে দল। বলতে গেলে এখনো পর্যন্ত আইএসএলের অন্যতম সফল কোচ এই হাবাস। তাই এই বিপদের সময় তার হাতেই দলের দায়িত্ব তুলে দিয়েছে ম্যানেজমেন্ট। বলতে গেলে এই মরশুমের বাকি ম্যাচগুলো হাবাসের তত্ত্বাবধানে খেলবে মোহনবাগান। তবে গত কয়েকদিন ধরেই ভিসার সমস্যায় ভুগছিলেন হাবাস।

অবশেষে ভিসা হাতে পেয়ে গিয়েছেন এই স্প্যানিশ হাইপ্রোফাইল। যতদূর জানা গিয়েছে রবিবারই ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। তারপর সব ঠিকঠাক থাকলে আগামী সোমবার সোজা ভুবনেশ্বর উড়ে আসবেন তিনি। সেখানেই যোগ দেবেন দলের সঙ্গে। অন্যদিকে, আগামীকাল সুপার কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ হিসেবে রয়েছে আইএসএলের প্রভাবশালী দল হায়দরাবাদ এফসি। এই ম্যাচ ও দায়িত্ব সামলাবেন ক্লিফোর্ড মিরান্ডা। তারপর সব ঠিকঠাক থাকলে আসন্ন ডার্বির আগেই হয়তো বাগান ডাগ আউটে দেখা যাবে হাবাসকে।‌