অমিতাভ বচ্চন সুপারস্টার নন, দাবি নাতি Agastya Nanda-র!

Agastya Nanda: বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের জাদু শুধু দেশেই নয়, বিদেশেও বর্তমান। ভক্তরা তাঁকে এক ঝলক দেখার জন্য মরিয়া। অথচ, বিগ বির নাতি অগস্ত্য নন্দ…

Agastya Nanda

Agastya Nanda: বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের জাদু শুধু দেশেই নয়, বিদেশেও বর্তমান। ভক্তরা তাঁকে এক ঝলক দেখার জন্য মরিয়া। অথচ, বিগ বির নাতি অগস্ত্য নন্দ কিন্তু তাঁকে একেবারেই সুপারস্টার বলে মনে করেন না। অগস্ত্য নিজে মুখেই বললেন যে কথা। যা শুনে হতবাক সকলেই।

সাম্প্রতিক এক মিডিয়া ইন্টারঅ্যাকশনের সময় বিগ বি-কে সুপারস্টার না ভাবার কারণও দিলেন তিনি । বিগ বি সম্পর্কে অগস্ত্য নন্দা বলেন, অমিতাভ বচ্চন নিজের স্বর্ণময় জীবনে নিশ্চয়ই অনেক খ্যাতি প্রতিপত্তি অর্জন করেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হল অগস্ত্য নন্দ তাঁকে সুপারস্টার অমিতাভ বচ্চন হিসেবে দেখেন না। নায়কের কথায়, ‘আমি আসলে তাঁকে আমার দাদা হিসাবে দেখি। কত ভক্ত এসে তাঁকে ঘিরে আছে তাতে কিছু যায় আসে না। আমি সর্বদা তাঁকে আমার দাদা হিসাবে আগলে রাখার চেষ্টা করি।’

   

এরপরেই নিজের মাকে নিয়ে কথা বলেন তিনি। অগস্ত্য বলেন, ‘আমার মা সবচেয়ে বড় গ্রাউন্ডিং ফ্যাক্টর। এমনকি আমার দাদাও এতটা না।’. অগস্ত্য জানান, তাঁর মা প্রায়ই তাকে বলেন কঠোর পরিশ্রম করে নাম অর্জন করতে। অগস্ত্য আরও বলেন যে মা শ্বেতা তাই তাঁর উপর কড়া নজর রাখেন।

কাজের ফ্রন্টে, (Agastya Nanda) অভিষেক হয়েছে জোয়া আখতারের ছবি ‘দ্য আর্চিস’ দিয়ে। দ্য আর্চিসের পর অগস্ত্য আসন্ন ছবি ‘ইক্কিস’-এর জন্য শিরোনামে রয়েছেন। সে ছবি পরিচালনা করবেন শ্রীরাম রাঘবন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Agastya Nanda (@agastya.nanda)